মাথাভাঙ্গায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

0
80

মনিরুল হক, কোচবিহারঃ

এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় মাথাভাঙ্গার পশ্চিম খাটেরবাড়ি এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মজিবর রহমান নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

tmc supporters | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি পেশায় একজন টোটো চালক এবং তিনি তৃণমূলের সাথেও যুক্ত আছেন বলেও জানা যায়। অভিযোগ, বিজেপির ৫ জন দুষ্কৃতী লোহার রড দিয়ে মজিবরকে মারধর করে এবং তার টোটোর সামনের অংশটুকু ভেঙে দেয়।

injured man | newsfront.co
নিজস্ব চিত্র

এরপরই চিৎকার-চেঁচামেচিতে মজিবর রহমানের ছেলে ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং পরবর্তীতে আবারও আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানাগেছে।

আরও পড়ুনঃ ডোমকল পুরসভার কাউন্সিলরের প্রতিনিধির উপর দুষ্কৃতী হামলা

পুলিশ সূত্রে জানা গেছে, মজিবর রহমানকে মাথাভাঙ্গা হাসপাতলে ভর্তি করা হয় এবং শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here