রামজীবনপুর পুরসভায় মাসিক বেতন সহ একাধিক দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

0
41

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভায় মোট ৮৪জন অস্থায়ী কর্মী রয়েছে। ওই ৮৪জন কর্মীর মধ্যে ৮১ জন প্রায় ১৫ বছর ধরে পুরসভায় কাজ করছেন।৩জন দুবছর হল কাজে যোগ দিয়েছেন।ওই ৮৪জনের মধ্যে তিনজনের মাস মাইনে চালু হলেও বাকি৮১ জনের মাস মাইনে চালু হয়নি।

worker protest | newsfront.co
অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

সেই সঙ্গে ওই তিনজনকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও বাকি৮১ জনকে কোন সুযোগ সুবিধা দেওয়া হয়নি। যার ফলে পুরসভার অস্থায়ী কর্মীরা শনিবার সকাল থেকে পুরসভার কার্যালয়ের সামনে কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। তাদের দাবি বারবার পুরসভার বর্তমান প্রশাসক নির্মল চৌধুরীকে জানিয়েও কোন লাভ হয়নি।

আরও পড়ুনঃ আমফান-করোনার দাপটে ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনিই পুরসভার চেয়ারম্যান ছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর তিনি প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন। কিন্তু অস্থায়ী কর্মীদের কথা তিনি একবারও ভাবেননি। মাস মাইনে বেতন শুধু নয় তাদের কোন সুযোগ-সুবিধা দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। যার ফলে তারা লাগাতার কর্মবিরতির ডাক দেওয়ার পাশাপাশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

যার ফলে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সমস্যা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে পুর প্রশাসক নির্মল চৌধুরী কোন কিছুই বলতে চাননি। অপরদিকে অস্থায়ী কর্মীদের দাবি, প্রশাসন তাদের লিখিতভাবে জানালে এবং তাদের দাবিগুলো পূরণ করলে তবেই তারা এই লাগাতার কর্মবিরতি ও অবস্থান-বিক্ষোভ তুলে নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here