জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ

0
28

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দলীয় কর্মী খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি।

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমী গ্রামে বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয়।

bjp block the road | newsfront.co
নিজস্ব চিত্র

৬ জন বিজেপি কর্মী আহত হন।তাদের মধ্যে দুজন বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়।

তার মধ্যে পবন জানা নামে এক জনকে কলকাতার বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে পবন মারা যান। তার মৃত্যু সংবাদ জেলা এসে পৌঁছোতেই বিজেপির পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ প্রশাসনের তোয়াক্কা না করে পুরোনো বাজারেই ব্যবসায়ীরা

ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় ৬০নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান।৬০ নম্বর জাতীয় সড়কের উপর বিজেপি কর্মীরা বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি, পবন জানার খুনিদের গ্রেফতার করতে হবে তা না হলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। দীর্ঘ সময় পথ অবরোধের ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল থমকে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here