মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর। জবাবে স্থানীয় এক বিজেপি নেতার দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শীতলখুচি থানার ডাকঘরা এলাকা।
বিজেপির অভিযোগ, এদিন সকালে তৃণমূল কংগ্রেসের ডাকঘরার দলীয় কার্যালয় ভাঙচুর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরেই তৃণমূল কর্মীরা সেখানে জমায়েত হতে থাকেন। পরে তৃণমূল কর্মীরা স্থানীয় বিজেপি নেতা মলয় সিংহের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।শীতলখুচি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বিজেপি নেতা মলয় সিংহের স্ত্রী যমুনার দেবীর অভিযোগ, “আমার স্বামী বিজেপি করে। আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের হার্মাদরা এসে আমাদের দোকান ভাঙচুর করেছে।
আরও পড়ুনঃ পাড়ার দেওরের সঙ্গে পরকীয়া প্রেম মহিলার, ধরে ফেলল স্বামী
আমার পায়ে লাঠি দিয়ে মেরেছে। আমার মেয়েকেও মারধর করা হয়েছে। কোন দোষ না করেও শুধুমাত্র বিজেপি করার অপরাধে এভাবে মারধর করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। মানুষই এর বিচার করুক।’
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ডাকঘরায় ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় দেখতে যান শীতলকুচির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা হিতেন বর্মন। হীতেন বাবুর অভিযোগ, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।’ তবে বিজেপি নেতা মলয় সিংয়ের দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584