নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আগামী ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে এই সপ্তাহকে সেবা সপ্তাহ হিসেবে পালন করবে বিজেপি নেতৃত্ব।
বিভিন্ন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি মহামারী ভাইরাস থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য মাস্ক বিলি এবং সবুজায়নকে ধরে রাখতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে একাধিক সমাজসেবা মূলক কাজ করবে বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ লকডাউনের ভ্রুকুটি কাটিয়ে চেনা ছন্দে ফিরতে চলেছে সোনাঝুড়ির হাট
সেই লক্ষ্যেই রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সেবা সপ্তাহ পালন করা হল। ওই উপলক্ষে বিজেপির নেতা-কর্মীরা স্বচ্ছতা অভিযান পালন করেন।
বুধবার রামনগর-২ ব্লকের হামিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকা পরিষ্কার করা ও জীবাণুনাশক ছড়ানো এবং হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী (প্রস্তাবিত) মৌমিতা দাস-সহ অন্যান্য নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584