নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বড় দিনে কৃষকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় নয়া কৃষি আইনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। এমনকি কৃষকদের ‘ভুল’ বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর ২৪ ঘন্টার মধ্যেই মোদীর রাজ্যেই অস্বস্তি বাড়ল বিজেপির। গুজরাটের বারুচে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ১০০জন কৃষক। নতুন কৃষি আইনের প্রতিবাদেই গেরুয়া শিবির ত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলত্যাগীরা।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা
কংগ্রেসে যোগদাতাদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি পাতিদার সম্প্রদায়ের। কংগ্রেস জানিয়েছে, আপরেইলি, সামলোদ, দাভালি, ভারথানা, কবিতা, নন্দ, পিপালিয়া, কেরিলা ও উমরাও গ্রামের পাতিদাররা বিজেপি ছেড়েছেন। এছাড়াও রয়েছে আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকজন।
বারুচ কংগ্রেস সভাপতি পরিমল সিং রানার নেতৃত্বে এঁরা কংগ্রেসে যোগ দেন। তিনি বলেন, নবাগতরা বলেছেন তাঁরা আর বিজেপিকে গুরুত্ব দেবে না এবং তাঁদের এলাকায় কোনও উন্নয়ন কাজ হয়নি। আসন্ন স্থানীয় নির্বাচনে সবাই একযোগে কংগ্রেসকে শক্তিশালী করে লড়াই হবে।
আরও পড়ুনঃ জোর করে চিঠি লিখিয়েছিলেন প্রভাবশালী নেতা, কলকাতা ছেড়ে ফেরার হতে বাধ্য হইঃ সুদীপ্ত সেন
আপরেইলি পঞ্চায়েত প্রধান মহেশ প্যাটেল বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দিয়ে বলেছেন যে, তিনি বিগত ৩৫ বছর বিজেপির সঙ্গে জড়িত ছিলেন কিন্তু, নয়া কৃষি আইন মানতে পারছেন না তিনি। তাই কংগ্রেসে যোগ দিলেন।
বিজেপির বারুচ সভাপতি মারুতিসিং আটোদারিয়ার বলেন, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি বিশ্বাস করেন বিজেপির কোনো সক্রিয় কংগ্রেসে যাবেন না। দলের সম্পাদককে তিনি বলবেন বিষয়টি খতিয়ে দেখতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584