কোচবিহার জেলা বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগদান যুব মোর্চার রাজ্য নেতার

0
111

মনিরুল হক, কোচবিহারঃ

২০২১ সালের নির্বাচনের আগে ক্রমশই শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে শক্তিক্ষয় হচ্ছে বিজেপির। কারণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরে ভাঙন যেন লেগেই রয়েছে। তা কোন মতেই রুখতে পারছে না বিজেপির রাজ্য নেতৃত্বরা। সেই ধারাকে অব্যাহত রেখে গতকাল ও আজ দুদিনে কোচবিহার জেলা বিজেপির তাবড় তাবড় নেতারা দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করছে।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং, কালিম্পং জেলার অবজার্ভার মনীষ কুমার বানিয়া। এদিন তার হাতে দলের পক্ষ থেকে পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। সেখানে উপস্থিত ছিলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা শৈলেন্দ্র সাউ, নিরঞ্জন দত্ত, সঞ্জিব রাজভর, আনন্দ বর্মণ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।এদিন ওই বিজেপির নেতা সহ এক হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের।

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে মাতঙ্গিনী হাজরার ৭৮ তম প্রয়াণ দিবস পালন তৃণমূলের

এদিন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং, কালিম্পং জেলার অবজার্ভার মনীষ কুমার বানিয়া তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে অভিযোগের সুরে বলেন, “বিজেপিতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। যে দীর্ঘ ৪০ বছর ধরে বিজেপিটা ধরে রেখেছিল তিনি সম্মানীয় রাহুল সিনহা। কিন্তু তাকে সরিয়ে অন্যদল থেকে আসা মুকুল রায় ও অনুপম হাজরাকে বসিয়েছে তার জায়গায়। তাই আমরা ঠিক করি আর নয় বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন মুলক কাজ কর্ম করছে সেই উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।”

আরও পড়ুনঃ ‘অনুপম হাজরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা বলেছে ঠিক বলেনি’ – লকেট

এদিন এবিষয়ে কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “বিজেপি রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় যতবার কোচবিহারে আসবেন ততবারে বিজেপি থেকে আমরা আমাদের দলে যোগদান করাব। এবং আমাদের যোগদান পর্ব অব্যাহত থাকবে। প্রত্যেক সোমবার করে আমরা বিজেপির ঘর ভাঙার চেষ্টা করব। আজকে আমাদের দলে যোগদান করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং, কালিম্পং জেলার অবজার্ভার মনীষ কুমার বানিয়া।” এবং তিনি ছাড়াও এদিন এক হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান পার্থ প্রতিম রায়।

মণীশ বনিয়ার বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিজেপির এক জেলা নেতৃত্বের দাবি, কাউকে কিছু না জানিয়েই তৃণমূলে যোগদান করেছেন তিনি। কোনও অভিমানে হয়তো এমন করেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here