জেলায় ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসলো মিত্র ব্রাদার্স

0
34

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর জেলাতে ফিরতেই সংবর্ধনার জোয়ারে ভাসলো বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র। এদিন দলীয় কর্মীদের পক্ষ থেকে বাজি পটকা ফাটিয়ে,আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে বিপ্লব মিত্রকে সংবর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকেরা।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার গঙ্গারামপুরে পৌঁছাতেই কালিতলায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দলের কর্মীরা বের করেছিল এক অভিনন্দন যাত্রার। অভিনন্দন যাত্রাটি গোটা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে শেষ হয় নিউ মার্কেটে গিয়ে। সেখানে দলীয় কর্মীদের পক্ষ থেকে পুষ্পস্তবক ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার বর্ষীয়ান নেতা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে।

member | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভুরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নেয় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ ইউপিএসসিতে প্রথম ২০তে কলকাতার দুই অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর

tmc party member | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে নতুন জেলা সভাপতি করেছিলেন অর্পিতা ঘোষকে। ঘটনার পরেই অভিমানে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ মোট ১০জন তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা একদা তৃণমূলের একনিষ্ঠ কর্মী বিপ্লব মিত্র।

members | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপিতে যোগদান করলেও বিজেপিতে তেমন কোন জায়গা করতে পারেননি বিপ্লব মিত্র। এবং ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান দলত্যাগী তৃণমূল কর্মীরা। এদিকে বিজেপিতে থেকে কার্যত কোনঠাসা হয়ে পড়েছিলেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র। বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদানের দীর্ঘ এক বছর পরে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও রদবদল ঘটে তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুনঃ রামমন্দির নিয়ে নবান্নের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্যের গোয়েন্দারা

রদবদলের মাধ্যমে জেলা সভাপতি অর্পিতা ঘোষকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয় গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাসকে।ঘটনার সাতদিন কাটতে না কাটতেই গত শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র।

কলকাতায় তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চ্যাটার্জীর হাত ধরে ও জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাস,রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র। যোগদানের পর মঙ্গলবার কলকাতা থেকে জেলায় ফিরলেন বিপ্লব মিত্র। জেলাতে ফিরতেই সংবর্ধনার জোয়ারে ভাসলো বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here