নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার চক ইসমাইল গ্রাম পঞ্চায়েতের কুশমী গ্রামে এক প্রতিবাদ সভায় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেয়।
দলীয় কর্মী পবন জানার মৃতদেহ নিয়ে কুশমী গ্রামে গিয়ে প্রতিবাদ সভায় দিলীপ ঘোষ বলেছিলেন যেসব পুলিশ অফিসাররা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করছে তাদের নাম লিখে রাখা হয়েছে। ২০২১ সালে ক্ষমতায় আসার পর তাদের যেমন ওষুধ প্রয়োজন তেমনি ওষুধ প্রয়োগ করা হবে।
আরও পড়ুনঃ লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী (Surender Modi)’ বলে কটাক্ষ রাহুলের
ওই সভায় বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ওই দুই বিজেপি নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার হিড়িক শুরু হয়ে যায়।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকে বিজেপি ছেড়ে ৫০০জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তারা দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর বক্তব্যের বিরোধিতা করেন।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দিনেন রায়, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। খড়গপুরের পর মেদিনীপুর শহরের ফেডারেশন হলে আরেকটি যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ সূর্য গ্রহণের কুসংস্কার দূর করতে প্রচার বিজ্ঞানমঞ্চের
সেখানে কেশপুর থেকে প্রায় ৫০০ জন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, কেশপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিউলি সাহা সহ দলের অন্যান্য নেতারা। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “দিলীপ ঘোষ যখনই মেদিনীপুরে আসে তখনই তৃণমূলে যোগদানের জন্য বিজেপি ছাড়ার হিড়িক শুরু হয়ে যায়।
শনিবার যে ভাষায় সায়ন্তন বসু এবং দিলীপ ঘোষ উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে রবিবার এক হাজারেরও বেশি বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।” তিনি আরও বলেন যে আগামী দিনে বিজেপি বলে পশ্চিম মেদিনীপুর জেলায় কোন কিছুই থাকবে না।
বিজেপির কর্মী ও সমর্থকরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছেন। তাদেরকে ধীরে ধীরে দলে যোগদান করানো হবে বলে অজিত বাবু জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584