গড়বেতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
31

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ২ নম্বর ব্লকের পিয়াশালা অঞ্চলের ইন্দকুড়িগ্রামের সমস্ত বিজেপি কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

বিজেপির স্থানীয় মণ্ডল কমিটির সদস্য শক্তি সরেন, ইন্দকুড়ি বুথ সভাপতি নরেন হাঁসদা ও বুথের সম্পাদক তপন হাঁসদা এবং বিজেপির যুব মোর্চার সম্পাদক সুভাষ সরেনের নেতৃত্বে শুক্রবার তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে গিয়ে বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

bjp members leaving bjp to join tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পিয়াশালা অঞ্চলের প্রধান মিতা লোহার ও উপপ্রধান কিসুন হেমব্রম, তৃণমূল কংগ্রেসের নেতা মনিরুল খান ও তুষার পান্ডা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ছেড়ে আসা সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এবং সকলকে স্বাগত জানান।

তৃণমূল কংগ্রেসের নেতা গণেশ মিশ্র বলেন লোকসভা নির্বাচনে পিয়াশালা অঞ্চলের ইন্দকুড়িগ্রামের প্রায় প্রতিটি মানুষ বিজেপির হয়ে কাজ করেছিল এবং ওই গ্রামে প্রায় তৃণমূল কংগ্রেসের কেউ ছিল না।

শুক্রবার সবাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যার ফলে ওই গ্রামে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়ে উঠলো। তিনি আরো বলেন যে আগামী দিনে গরবেতা ২ নম্বর ব্লকের বিজেপির অনেক কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

আরও পড়ুনঃ উরুষ উৎসব ঘিরে উদ্দিপনা করণদিঘীতে

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতা শক্তি সরেন বলেন নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করার জন্য ইন্দকুড়িগ্রামের বিজেপি র নেতা ও কর্মী-সমর্থকেরা বিজেপি দল ছেড়ে আমাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।

তিনি আরো বলেন যে বিজেপি বিভাজনের রাজনীতি আমরা মেনে নিতে পারছি না আমরা যে আশা নিয়ে বিরোধীদলের যোগ দিয়েছিলাম বিজেপি নেতৃত্ব আমাদের সেই আশা পূরণ করতে পারেনি তাই আমরা মানুষের স্বার্থে কাজ করার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। বিজেপি নেতা মদন রুইদাস বলেন কিছু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস তাদের দলে নিয়েছে এতে বিজেপির কোন ক্ষতি হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here