ব্রিগেডের অভিমুখীদের সাহায্যার্থে কোলাঘাটে বিজেপির ক্যাম্প

0
74

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আর কয়েক ঘন্টার মধ্যেই ব্রিগেডের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপির নেতাকর্মী থেকে শুরু করে কর্মী-সমর্থকরা উপস্থিত হতে শুরু করেছেন ৷

brigade bus | newsfront.co
অস্থায়ী ক্যাম্প ৷ নিজস্ব চিত্র

বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মীদের সুবিধার্থে বিভিন্ন জেলায় তৈরি করা হয়েছে ক্যাম্প,যেই ক্যাম্প থেকে পথ নির্দেশিকা এবং শুকনো খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে ৷রবিবার ভোর থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ২০৪ পূর্ব পাঁশকুড়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে কোলাঘাট ৬ জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছে ক্যাম্প,যেখান থেকে শুকনো খাবার ও জল প্রদান করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, পাশাপাশি অতি কম সময়ে কিভাবে ব্রিগেড জনসভায় যোগ দিতে পারেন তার জন্য বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে ৷

bjps camp | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজেপির সভার আগে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের সুর চড়ালেন মমতা

এই সম্বন্ধে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির সদস্য রনজিত ভট্টাচার্য বলেন, “আমরা ভেবেছিলাম আজকের ব্রিগেড সভায় ১৫ লাখ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে কিন্তু সকাল থেকে যা দৃশ্য আমাদের সামনে আসছে এতে মনে হচ্ছে ৩০ লাখ মানুষ এই জনসভায় লক্ষ্য করা যাবে ৷পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য আমরা সর্বদাই সজাগ রয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here