নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড় বিজেপির দক্ষিণ মন্ডল সভাপতি অনিরুদ্ধ দে- এর বিরুদ্ধে স্বজন-পোষণ, তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত ও গত লোকসভা নির্বাচনে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে শুক্রবার ৫ জন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা সহ প্রায় ২০০ জন বিজেপি কর্মী পদত্যাগ করলো।
এদিন গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড় পঞ্চায়েত সমিতির ২ সদস্য এবং পিংবনী গ্রাম পঞ্চায়েতের ৩ সদস্য সদস্যা সহ দক্ষিণ মন্ডলের মোট ২০০ জন পদত্যাগ পত্র লিখে তা দক্ষিণ মন্ডল সভাপতি অনিরুদ্ধ দে কে জমা দেবেন বলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু সভাপতি না আসায় পদত্যাগকারীরা পদত্যাগ পত্র তার বাড়িতে পোস্টের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষি জমি পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা
বিজেপি কর্মীদের দাবি, তাদের পদত্যাগ পত্র জমা না নিলে তারা দক্ষিণ মন্ডল সভাপতির বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584