মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরে ক্ষমা চাইলেন বিজেপি মন্ত্রী বিসাহুলাল সিং

0
63

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মহিলাদের সম্পর্কে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন মধ্য প্রদেশের মন্ত্রী বিসাহুলাল সিং। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁরই মন্ত্রীসভার সদস্য বিসাহুলাল সিং-এর এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ সংস্থা এএনআই-কে।

Bisahulal Singh
ক্ষমা চাইলেন বিজেপি মন্ত্রী বিসাহুলাল সিং, ছবিঃ টুইটার

গত বৃহস্পতিবার এক জনসভায় সামাজিক কাজে মহিলাদের সমানাধিকার প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি মন্ত্রী বিসাহুলাল সিং বলে বসেন যে, ঠাকুর সম্প্রদায়ের মহিলাদের বাড়ির বাইরে বেরিয়ে কাজ করতে দেওয়ার অনুমতি দেয় না ওই সম্প্রদায়ের পুরুষরা। এই সব মহিলাদের ‘ঘর থেকে টেনে বের করা উচিত’। এতেই তুমুল বিতর্ক শুরু হয় মন্ত্রী মশাইএর মহিলাদের ঘর থেকে টেনে বের করা উচিত এই শব্দবন্ধ ঘিরে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে, এদিন মন্ত্রী বিসাহুলাল সিং মহিলাদের সম্পর্কে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সর্বদা মহিলাদের সম্মান করি।“

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “মহিলাদের সম্মান আমাদের সরকারের অগ্রাধিকার। এই বিষয়ে আমি নিজে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন। তাঁকে সতর্কও করেছি যে, মন্ত্রীদের কর্তব্য নিজেদের পদ মর্যাদার কথা খেয়াল রাখা।“

আরও পড়ুনঃ দেশদ্রোহিতা আইনের মামলায় শারজিল ইমামের জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here