নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
খড়গপুর লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড়, কৌশল্যা মোড় খরিদা, গোলবাজার-সহ বিভিন্ন এলাকায় আজ সকালে দেখা গেল বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সন্ধান চেয়ে ব্যানার । ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ। এই বিষয়ে বিধায়কের প্রতিক্রিয়া অবশ্য এখনো পাওয়া যায়নি।
৩ দিন আগে খড়গপুর সদরের বিজেপি বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয় তালবাগিচা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা, তার মাঝেই ফের বিজেপি বিধায়কের নামে দেখা গেল ব্যানার।
আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদ যাত্রা তৃণমূলের
তবে বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে এধরনের ‘নিখোঁজ’ বা ‘সন্ধান চাই’ জাতীয় পোস্টার বা ব্যানার এই প্রথম নয়। গত ২৩ জুন জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাবুল সুপ্রিয়র নামে নিখোঁজ-পোস্টার দেখতে পাওয়া যায়। সেখান বলা হয়, ভোটের পর থেকে আর, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জামুরিয়া নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার দেওয়া হলেও, ঘটনায় তৃণমূলকে দায়ী করে বিজেপি। সে ঘটনাতেও বাবুল সুপ্রিয়র কোন প্রতিক্রিয়া জানা যায়নি ঠিক হিরন চট্টোপাধ্যায়ের মতোই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584