নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বিজেপি-র প্রশ্ন ইভিএম- এর সঙ্গে কেন ভিভিপ্যাট যুক্ত থাকছে না? বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ দাবি করেন লোকসভা ও বিধানসভা ভোটে যে ইভিএমগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি উন্নত মানের এবং সেগুলিতে সহজে ভিভিপ্যাট যুক্ত করা যায়, পুরভোটেও সেই ইভিএমগুলিই ব্যবহার করা হোক। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপির প্রশ্নগুলির উত্তর দিতে নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়াও, বিজেপির তরফে বলা হয় ২০১৫ সালে ৯১টি পুরসভার ভোট একসঙ্গে হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে সেবার ৮ হাজার ইভিএম আবেদন করে পাওয়া গিয়েছিল। এবার কেন সেভাবেই পুরভোট করা সম্ভব হচ্ছে না? শুধু কলকাতা এবং হাওড়াতেই পুরভোটের কথা আলাদা করে ভাবা হয়েছে, এই প্রশ্ন এদিন আদালতে ফের তোলেন বিরোধী দলের আইনজীবী।
আরও পড়ুনঃ আসন্ন পুরভোটে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নথি রাজ্যপাল ভবনে পাঠাল রাজ্য নির্বাচন কমিশন
মঙ্গলবারের শুনানিতে বিজেপিকে তাদের যাবতীয় প্রশ্ন বুধবারের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, আগামী শুক্রবারের মধ্যে বিজেপির প্রশ্নের জবাব দিতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী শুক্রবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584