নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে প্রস্থানের পথে বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্ব হারানোর পর থেকেই মতিগতিতে পরিবর্তন এসেছিল তাঁর। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ এবং তা নিয়ে দলের রাজ্য সভাপতির সঙ্গে মনোমালিন্য সবই প্রকাশ্যে আসে। এবার নিজের ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার কথা ঘোষণাই করে দিলেন আসানসোলের বিজেপি সাংসদ।
মন্ত্রিত্ব হারানোর সঙ্গে যে এই সিদ্ধান্তের সম্পর্ক আছে তাও প্রকারান্তরে ওই পোস্টে লিখেছেন বাবুল। অন্য কোন দলে যে যোগ দিচ্ছেন না অর্থাৎ সার্বিক ভাবে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন সেকথাই যথেষ্ট আবেগপূর্ণ ভাষায় লিখেছেন তিনি।
সোশ্যাল ওয়ার্ক করার জন্য রাজনীতির দরকার হয় না, লিখেছেন বাবুল। তবে কি এবার থেকে শুধু সামাজিক কাজেই নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি! স্পষ্ট উত্তর পাওয়া যায়নি পোস্টে। ‘বেশ কিছু সময়ে তো থাকলাম। কিছু মন রাখলাম কিছু ভাঙলাম। কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন। আমি ‘আমার’ মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি। আমার মতো করেই বলছি। চললাম। সামাজিক কাজ করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে তারপর…।’ এমনটাই লিখেছেন তিনি।
আরও পড়ুনঃ ভোটে হারার পরে কাজে লাগছে না হেস্টিংস কার্যালয়, তিনটি তলা ছেড়ে দিল বিজেপি
এর আগেও রাজনীতি ছাড়তে চেয়েছেন কিন্তু জেপি নাড্ডা ও অমিত শাহের অনুরোধে সে চিন্তা দূরে সরিয়ে আবার রাজনীতির জগতে ফিরেছেন, তাই তাঁদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন বাবুল। সাংসদ পদ থেকেও যে ‘ইস্তিফা’ দিচ্ছেন সেকথাও সাফ জানিয়েছেন পোস্টে। এই ‘ইস্তিফা’ শব্দটি বাংলা শব্দ নয় তা নিয়ে বাবুলের পোস্টে ট্রোলও করছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ কান্দিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি সভানেত্রী বিনীতা রায়
তিনি লিখেছেন,’বহু নতুন মন্ত্রী এখনও সরকারি বাড়ি পাননি। তাই আমার বাড়িটি আমি এক মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেব। না, মাইনেও আর নেব না।’ অর্থাৎ ইস্তফা দেওয়ার বিষয়টি যে একরকম স্থির করেই ফেলেছেন তা তাঁর পোস্ট দেখে মনে করা যাচ্ছে। বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বাবুল সুপ্রিয়-র এই ফেসবুক পোস্ট প্রসঙ্গে বলেন বাবুলের মতো সৎ মানুষদের প্রয়োজন আছে রাজনীতিতে। বাবুলের এই সিদ্ধান্ত দুঃখজনক বলেই মনে করছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584