‘রাজ্য সরকার ঘুমোচ্ছে’, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের

0
43

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে আছেন হাজার হাজার শ্রমিক। খাবারও জুটছে না তাঁদের। অথচ রাজ্য সরকার ঘুমোচ্ছে। মঙ্গলবার পুরাতন মালদহের বিডিও অফিসের সামনে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে এমনই অভিযোগ করলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

Khagen Murmu | newsfront.co
বিজেপি সাংসদ, খগেন মুর্মু। ফাইল চিত্র

রাজ্যজুড়ে স্বচ্ছ রেশন ব্যবস্থা চালু করা, বিদ্যুৎ বিল মুকুব করা, বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো বন্ধ করার মতো একাধিক দাবি নিয়ে এদিন দলীয় কর্মী-সমর্থকদের সাথে নীরব প্রতিবাদ বিক্ষোভ করেন খগেন মুর্মু। সকাল ১১টা থেকে চলে বিক্ষোভ কর্মসূচি। দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি থাকলেও ঝড়-বৃষ্টির জন্য তা মাঝপথেই থামাতে হয়।

আরও পড়ুনঃ রেশনের জন্য নয়, মদের জন্য মাথাভাঙ্গায় দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব ও মহিলা মোর্চার কর্মীরাও। সাংসদের অভিযোগ, ‘রাজ্যজুড়ে রেশন দুর্নীতি চললেও সরকার নির্বিকার। চাল, গম লুঠ চলছে, অথচ সরকার কিছুই করছে না। বিদ্যুতের বিল মুকুব করা হচ্ছে না। প্রতিবাদ করলেই বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এরই প্রতিবাদ জানাতে এই কর্মসূচি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here