নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী দিনে তৃণমূলে পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না, মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জি। শনিবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার সভাস্থল পরিদর্শনে এলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জি।
এদিন গোটা সভাস্থল ঘুরে দেখলেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূল দলটা ধীরে ধীরে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে প্রতিদিনই একটা দুটো করে উইকেট পড়তে শুরু করেছে তৃণমূলের,তবে তৃণমূলের যেসব নেতৃত্বরা দুর্নীতিগ্রস্ত নন মানুষের জন্য কাজ করেছেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা খোলা রয়েছে এমনটাই মন্তব্য করলেন সাংসদ লকেট চ্যাটার্জি।
পাশাপাশি জেপি নাড্ডার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করলেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে সুরক্ষা দেয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব, কারণ বর্তমান প্রশাসনের উপর আমাদের কোনো আস্থা নেই। তবে গত লোকসভা ভোটে যেভাবে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপির, সেই লড়াইটা থাকবে না কারণ আগে থেকেই মাথা নিচু করে ফেলেছে তৃণমূল বলে মন্তব্য লকেট চ্যাটার্জির।
আরও পড়ুনঃ ভগবানগোলায় গঙ্গা পাড়ের ভাঙ্গন প্রতিরোধের কাজে গরমিলের অভিযোগ গ্রামবাসীদের
অন্যদিকে আগামী বিধানসভা ভোটে প্রতিপক্ষ বিষয় নিয়ে তিনি বলেন, প্রতিপক্ষ বলে কেউ নেই মানুষ আমাদের পক্ষে হয়ে গিয়েছে, যেসব তৃণমূল নেতারা আসছেন তাতে বোঝাই যাচ্ছে তৃণমূলের মধ্যে দুর্নীতি ভরা ছিল। এই দিন এই পরিদর্শন পর্বে উপস্থিত ছিলেন জেলার সভাপতি শমিত কুমার দাস সহ একাধিক জেলা বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584