নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের বিতর্কিত মন্তব্য ভোপালের বিজেপি সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের। এক মন্দিরের সভা থেকে মুসলিম মহিলাদের নিজেদের বাড়িতে এবং মাদ্রাসায় হিজাব পরার উপদেশ দিয়ে ফের বিতর্ক উস্কে দিলেন প্রজ্ঞা।
মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর বৃহস্পতিবার ভোপালের একটি মন্দিরে অনুষ্ঠিত সভায় বলেন, ‘‘যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন। তাঁরা বাড়িতেই পরুন। প্রকাশ্যে হিজাব পরার কোনও প্রয়োজন নেই কারণ, হিন্দু ধর্ম নারীদের পুজো করতে শেখায়।“ তবে মুসলিম ছাত্রীরা চাইলে ‘তাঁদের মাদ্রাসায়’ হিজাব পরতে পারেন।
बतौर सांसद आप किसकी नुमाइंदगी करते हैं? ये ऐसे शब्द कहती हैं जिन्हें लिखना भी ठीक नहीं लगता, सुनिये एक सांसद के #हिजाब पर विचार! pic.twitter.com/sigz7QCrNi
— Anurag Dwary (@Anurag_Dwary) February 17, 2022
এদিনের সভায় মুসলিম মহিলাদের হিজাব পরার কারণ হিসেবে নিজস্ব এক ব্যাখ্যাও দিয়েছেন প্রজ্ঞা। তাঁর মন্তব্য, ‘‘হিজাব হল পরদা। যাঁরা আপনাকে খারাপ চোখে দেখে তাঁদের বিরুদ্ধে পরদা ব্যবহার করা উচিত। কিন্তু কোনভাবেই হিন্দুরা তাঁদের খারাপ চোখে দেখেন না। কারণ তাঁরা নারীদের পুজো করেন।“ তবে ভোপালের সাংসদের এমন মন্তব্য নতুন নয়, এর আগে বিভিন্ন বিষয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন বিজেপির এই নেত্রী।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে কুশীনগরে বিয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু ১৩ জন মহিলার
উল্লেখ্য, কর্ণাটকের হিজাব বিতর্কের আঁচ ইতিমধ্যেই পৌঁছেছে মধ্যপ্রদেশেও। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা ‘দুর্গা বাহিনী’র আন্দোলনের জেরে মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজেও মুসলিম ছাত্রীদের হিজার পরে ক্লাস করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584