নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনাতে মতুয়া মহাসঙ্ঘের সমাবেশে এসে নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করলেন সাংসদ শান্তনু ঠাকুর। তার বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকার কারোরই অভয়বাণী কে মেনে নেবেনা মতুয়া সংঘ।

মতুয়া মহাসংঘ তার সদস্যদের পরিচয় পত্র দেবে, সেই পরিচয় পত্রই সব থেকে বড় প্রমাণ। তার হিন্দুত্বের কাউকে অন্য কোন পরিচয় পত্র দেখানোর দরকার নেই।


কেন্দ্রীয় সরকার নতুন আইন করেছে আর সেই আইন রূপায়ণে দেরি হচ্ছে। মুখ্যমন্ত্রী ভুল বোঝানোর চেষ্টা করছেন। নাগরিকত্ব সংশোধনী আইন দরকার এবং তার দ্রুত রূপায়ণ হোক এটা নিয়ে আন্দোলন করবে মতুয়া মহাসংঘ বলে জানান বিজেপির এই সাংসদ।
আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের
এখনো পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী জেলায় প্রায় আড়াই লক্ষ ভোটার আছেন এই সম্প্রদায়ের। এখনো জাতীয় নাগরিকত্ব পাননি বা ভোটার কার্ড পাননি এমন মানুষের সংখ্যা তিন লাখের বেশি বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584