আত্মরক্ষার্থে কর্মীদের ত্রিশূল বিলি করবে সৌমিত্র

0
76

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

আত্মরক্ষার্থে ত্রিশূলই ভরসা। এবার আত্মরক্ষার জন্য শিবের ত্রিশূলের ওপর ভরসা রাখতে চলেছে বিজেপি। রাজ্যে সংগঠনের কর্মীদের বাড়িতে বাড়িতে ৯০ হাজার ত্রিশূল পৌঁছে দেবে বিজেপির রাজ্য যুব মোর্চা। সোমবার এই কর্মসূচির ঘোষণা করেছেন সংগঠনের রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ।

Soumitra khan | newsfront.co
ত্রিশূল হাতে সৌমিত্র খাঁ। সংবাদ চিত্র

এদিন বিষ্ণুপুরের বাবা থানেশ্বরের মন্দিরে মস্তক মুন্ডন করে প্রতীকী ত্রিশূল তুলে দিয়েছেন তিনি। ১২৬৩ সালে মল্লরাজার প্রতিষ্ঠিত বাবা থানেশ্বর মন্দিরে এদিন ঘটা করে পুজো-পাঠ ও যজ্ঞ হয়েছে। সৌমিত্র খাঁ এদিন নিজে পুকুর থেকে মাথায় করে জলের ঘট নিয়ে এসেছেন। মুন্ডন করেছেন মাথা। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের সঙ্গে দলের আরও ৯ নেতা এদিন মুন্ডন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সাংসদের বক্তব্য, এভাবেই রাজ্যের হিংসার প্রতিবাদ জানাচ্ছি। সৌমিত্র খাঁ বলেন, “৫ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লকডাউন করে রামমন্দিরের উৎসব উদযাপিত করতে দেয়নি। হিন্দু সমাজের বিরোধিতা করেছেন। এবং ১৫ অগাষ্ট ভারতের জাতীয় পতাকা তুলতে পারেননি একজন দলিত যুবক। উল্টে তাঁকে খুন করা হয়েছে। তাই নীরব প্রতিবাদ করলাম মুন্ডন করে।”

আরও পড়ুনঃ করোনা মুক্ত সিপিআইএম নেতা মহম্মদ সেলিম

সৌমিত্র খাঁ ছাড়াও দলের জেলা সম্পাদক অমরনাথ পাঁজা, কাউন্সিলর সহ ৯ জন এদিন মুন্ডন করেছেন। শুধু মুন্ডন করেই ক্ষান্ত হননি দলের এই যুব সাংসদ। এদিন তিনি আত্মরক্ষার্থে ত্রিশূল তুলে দেন দলের কর্মীদের হাতে।

আরও পড়ুনঃ রাজ্যে করোনা চিকিৎসায় চালু হচ্ছে ‘ন্যাজাল হাই পাওয়ার অক্সিজেন ক্যানুলা’

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “ভারতের জাতীয় পতাকা পশ্চিমবঙ্গে তোলা যায় না। প্রত্যেক দিন জনতা পার্টির কর্মীকে খুন করা হচ্ছে। আর তাই ত্রিশুল হাতে দিলাম। আত্মরক্ষার জন্য এই ত্রিশূল হাতে রাখতে হবে দলের কর্মীরা। আমরা পূরাণে দেখেছি ত্রিশূলের দ্বারাই অশুভ শক্তিকে দমন করা গিয়েছে। বাড়িতে শিবের প্রতীক ত্রিশূল রাখলে এই ধরনের কাজ করতে পারবে না। আত্মরক্ষার্থে কাজে লাগবে। ত্রিশূল ধরে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা।”

তিনি আরও বলেন যে, তিন মাসের মধ্যে ৯০ হাজার ত্রিশূল সংগঠনের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে পশ্চিমবঙ্গের যুব মোর্চা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here