লকডাউন ‘খামখেয়ালি’, লোকাল ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তের

0
66

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে রাজ্যে যে ধরণের লকডাউন এখনো জারি রয়েছে তার বিরোধীতা আগেই করেছে গেরুয়া শিবির। এ বার রেলমন্ত্রীকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার দাবি জানিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে বৃহস্পতিবার চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সেই চিঠির ছবি-সহ টুইটও করেছেন তিনি। লিখেছেন, ‘রাজ্যে এখন যে লকডাউন চলছে তা খামখেয়ালি এবং শৃঙ্খলাহীন।’

BJP MP Swapan Dasgupta | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

গত ৬ মে থেকে রাজ্য সরকার করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধ চালু করে। সরকার একে সরাসরি লকডাউন না বললেও কার্যত লকডাউন পরিস্থিতিই তৈরি হয়। সেই সময় থেকেই বন্ধ করা হয় লোকাল ট্রেন সহ গণ-পরিবহন। রাজ্য সরকার ধাপে ধাপে বিধিনিষেধে অনেক ছাড় দিলেও এখনও অনুমতি দেওয়া হয়নি লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করার। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেনগুলি চলছে। অন্যদিকে অফিস কাছারি খুলে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এই নিয়ে বেশ কয়েকটি স্টেশনে যাত্রী বিক্ষোভও হয়েছে।

বৃহস্পতিবার থেকেই রাজ্যে বিধিনিষেধে নতুন ছাড় শুরু হচ্ছে। চালু হচ্ছে বাস, অটোও।আশা করা গিয়েছিল পূর্ণ মাত্রায় নাহলেও কিছু লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েছেন যে,এখন ট্রেন চালালে করোনা সংক্রমণ এক লাফে বেড়ে যাবে।

আরও পড়ুনঃ ফোর্ট উইলিয়মে বাসের ধাক্কায় আহত ১ বাইক আরোহী

মুখ্যমন্ত্রীর এই দাবির বিরোধিতা করে রেলমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্বপন দাশগুপ্ত লিখেছেন, গত ১৫ দিনে রাজ্য সরকার অনেক কিছুতেই ছাড় ঘোষণা করেছে। অফিস, রেস্তরাঁ, জিম, সেলুন ও পার্লার চালু হয়েছে। বাসও চালু হয়েছে। কিন্তু লোকাল ট্রেন চালানোর অনুমতি না দেওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। যে অল্পসংখ্যক গণপরিবহণ চালু রয়েছে তাতে ভিড় হচ্ছে অনেক বেশি।

আরও পড়ুনঃ গুলশন কুমার হত্যা মামলায় দুই দশক পর দোষী সাব্যস্ত দাউদ ঘনিষ্ঠ আব্দুল রউফ

রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে চিঠিতে স্বপন বাবু লেখেন,’ আশা করি বাংলার সাধারণ মানুষের সুবিধা করে দিতে রেলমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগত ভাবে আপনি উদ্যোগী হবেন। বাংলার মানুষ আপনার পদক্ষেপের আশায় রয়েছেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here