এক ফোঁটায় মিলে গেল ভাই বোন

0
399

নিজস্ব সংবাদদাতা, নিউজফ্রন্ট 

ভাষা ও চেতনা সমিতি পাঠশালার উদ্যোগে মানিকতলা খালধারের বস্তিবাসী সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে বোনফোঁটা ও ভাইফোঁটার আয়োজন করা হয়।বিহার উত্তরপ্রদেশের ট্রাকচালকদেরও ফোঁটা দেওয়া হয়। ফোঁটা দেওয়া হয় বস্তিবাসীদের।

সবমিলিয়ে 250 জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, অমল সরকার, মনোবিজ্ঞানী দুর্বা মিত্র, অসমীয়া কবি প্রণব হাজারিকা, আইনজীবী পার্থপ্রতিম বিশ্বাস, মইনুদ্দিন বিন মকসুদ,
সংগঠনের সম্পাদক ইমানুল হকসহ বহু মানুষ।

শিশু কিশোর কিশোরীদের হাতে তুলে দেওয়া হয় রংয়ের বাক্স আর খাতা। সবাইকে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। সঙ্গে ছিল কেক ও বিস্কুট চকলেট বেলুন।

সংগঠনের সম্পাদক ও আয়োজক অধ্যাপক ড. ইমানুল হক বলেন সাম্প্রদায়িক বিভেদ বিদ্বেষ এবং লিঙ্গবৈষম্য কমাতে এই বোনফোঁটার ও ভাইফোঁটা খুব জরুরি। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন। ২০০৯ খ্রিস্টাব্দে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের বাগবাগানে আমরা প্রথম বোনফোঁটা আয়োজন করি। আগামী দিনে তা আরো প্রসারিত হবে এই আমাদের বিশ্বাস ও প্রতীতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here