বৃষ্টি কি বোঝে শিল্পীর ভাষা?

0
392

মীর রাকেশ রৌশান, নিউজ ফ্রন্টঃ

বৃষ্টি কি বোঝে শিল্পীর ভাষা?না বোঝে না।এই বৃষ্টির মধ্যেই রবীন্দ্রনসদন মুক্ত মঞ্চের মাঠে চলছে আইরিস আর্ট সেন্টারের পঞ্চমবর্ষ চিত্র প্রদর্শনী।মুর্শিদাবাদের উদিয়মান চিত্র শিল্পী কার্তিক পাল ও তার ছাত্র মানিক সরকার,সুরজিৎ দাস,রৌনাক মুখোপাধ্যায়, খুদে সোনাক্ষী,রঞ্জনা,কৌশিকদের চিত্র প্রর্শনী
শুধু আইরিস নই মুর্শিদাবাদ জেলায় অসংখ্য আর্ট সেন্টার, আর্ট গ্রুপ কে চিত্র প্রদর্শনী করতে গেলে যেতে হয় কালেক্টরেট ক্লাব, গ্রান্ট হল, রবীন্দ্রসদন মুক্তমঞ্চের মত জায়গায়।কারন মুর্শিদাবাদে এখনো কোন আর্ট গ্যালারি নেই। দু-বছর আগে রবীন্দ্রসদনের পাশে একটি ছোট্ট আর্ট গ্যালারির কাজ শুরু হলেও আজও তার কাজ সম্পূর্ণ হয়নি।

এই জেলাতে প্রতি বছর সুজিৎ মন্ডল, সুমন্ত মন্ডলের মন্ডলের মতো শিল্পীরা আর্ট কলেজ পাশ আউট করে এসে, চিত্র প্রদর্শনী করার কোনো আর্ট গ্যালারি পায়না। তাই কোন কোন শিল্পী কে ছুটে যেতে হয় কোলকাতায়।

সেই সব প্রদর্শনী দেখার সুযোগ পায়না মুর্শিদাবাদ জেলাবাসী।
অথচ একদা এই জেলা থেকে উঠে এসেছে ভারতবর্ষের খ্যাত নামা শিল্পী ইন্দ্রনাথ দূর্গার,ক্ষিতিনাথ মজুমদার, হিরাচাদ দূর্গার। আবার এসময়ের রাজ্যের খ্যাত নামা শিল্পী সুদীপ রায় এই জেলারই মানুষ।

আর যারা জেলায় ভালো কাজ করেন যেমন দেবনাথ দাস, উৎপল দাস,চন্দন দাস, সলিল দাস তারা উপযুক্ত পরিকাঠামোর অভাবে তাদের কাজ প্রদর্শনী করতে পারেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here