বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার দার্জিলিং-এর সতেরো জন মোর্চা কাউন্সিলর যোগ দিল বিজেপিতে।যার ফলে দার্জিলিং পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।
এদিন দিল্লিতে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সতেরো জন কাউলন্সির।
এছাড়া এদিন যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।যদিও এদিকে বদলের লক্ষ্যে তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দেওয়ার যেন হিড়িক পরে গিয়েছে সব জায়গায়।
তবে রাজ্যে ফের এক পুরসভা বিজেপির দখলে আসায় স্বাভাবিকভাবেই খুশি বিজেপি শিবিরে।সব শেষে বিজেপি নেতা মুকুল রায় বলেন যে, কয়েকদিনের মধ্যেই দার্জিলিঙে কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে বড় প্রদর্শন করবো।সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চাই যে আগামীতে আপনাদের দল বিরোধী দল হিসেবে স্টাটাস থাকবে না।
অপরদিকে এই বিষয়ে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন যে,আমরা জানি বিজেপি জেতার পর কিভাবে ওদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা আমাদের দলের কেউ নয়।তারা বিনয়দের দলে ছিল।তবে যত বড়ই রাষ্ট্রীয় শক্তিই হোকনা কেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সদস্যরা বিজেপিতে
এর পাশাপাশি তিনি আরও বলেন গণতন্ত্রে মানুষ যা রায় দিয়েছে তা মানতেই হবে। পাহাড়ে বিজেপি শক্তিশালী নয়।বিজেপি পাহাড়ের আঞ্চলিক দলের সহযোগিতায় জিতেছে।বিজেপি জিতে তারা মানি পওয়ার,মাশাল পাওয়ার দেখাচ্ছে।যদিও এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584