সংখ্যালঘু মোর্চার উদ্যোগে ভগবানপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

0
56

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বৃহস্পতিবার দেবী পক্ষের সূচনা মহালয়া ও শিল্পদেবতা বিশ্বকর্মার পুজো । পাশাপাশি একই দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন।

hospital | newsfront.co
খাদ্য সামগ্রী প্রদান ৷ নিজস্ব চিত্র

সেই সুবাদে আজকের দিনটিকে শুভ দিন মনে করে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা সংখালঘু মোর্চার তরফ থেকে ভগবানপুর গ্রামীণ হাসপাতাল চত্বর স্বচ্ছ করার কর্মসুচি গ্রহণ এবং বৃক্ষ রোপণ করার পাশাপাশি, হাসপাতালের সমস্ত রোগীদের হাতে ফল বিস্কুট সামগ্রী তুলে দেওয়া হয়।

hospital areas | newsfront.co
সাফাই অভিযান ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আনলক ৪ পর্বে ফের খুলল বাগবাজারের মায়ের বাড়ি

বিজেপির পক্ষ থেকে জানা যায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভগবানপুর বিজেপির কর্মকর্তারা এমন উদ্যোগ নিয়েছে ৷ তাঁরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে হাসপাতাল চত্বর সহ রাস্তার দুপাশে নানান প্রজাতির চারা গাছ রোপণ করে।

৭০ জন রোগীর হাতে তারা ফলসামগ্রী তুলে দেওয়ার মতো মহৎ উদ্যোগ নিয়েছে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সহ রোগীর আত্মীয় পরিজনেরা। এমনকি বিজেপি কর্মীদের ঝাড়ুহাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার উদ্যোগ নিতেও দেখা গেছে ৷ উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর মন্ডলের সভাপতি স্বপন প্রধান, সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী মুক্তারুন বিবি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here