জলবন্দি ইংরেজবাজারে নৌকাই এখন একমাত্র ভরসা

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

বন্যার জলে নয়, লাগাতার বৃষ্টির জলেই রাস্তা ডুবে রয়েছে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায়। ফলে রাস্তায় গাড়ি বা বাইকের বদলে চলছে নৌকা। এখন মালদহ শহরে যাতায়াতের করতে শিশু-বৃদ্ধদের একমাত্র ভরসা নৌকা। এমনকি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও নৌকায় করে বাড়ি নিয়ে আসছেন জলবন্দি বাসিন্দারা।

flood | newsfront.co
জলবন্দি ৷ নিজস্ব চিত্র

এমনিতেই লকডাউন চলছে শহরে। তাই খুব একটা বাড়ি থেকে বের হতে হচ্ছে না সকলকে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধপত্র কিনতে চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মালঞ্চ পল্লি সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের। নীচু এলাকায় অধিকাংশ বাসিন্দার ঘরে এখনও জল ঢুকে রয়েছে।

water | newsfront.co
যাতায়াতের মাধ্যম৷ নিজস্ব চিত্র

বাধ্য হয়ে ঘরের মেঝেতে জমা জলের উপর ইট পেতে চলাফেরা করছেন তারা। প্রায় দুই মাসের বেশি সময় ধরে জমে থাকা জল থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। পোকামাকড়ের আতঙ্কে রাতের ঘুম উড়েছে অনেকেরই। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বৃষ্টির জল জমে থাকলেও এখনও কোনও পদক্ষেপ করেনি পুরকর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ চোপড়াকান্ডে মৃত কিশোরীর বাবা সহ দুই দাদা গ্রেফতার

বহুবার পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছিল জলবন্দি বাসিন্দাদের, কিন্তু এখনও জমা জল নিষ্কাশনের কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে একদিনই মাত্র এসেছিলেন মালদহের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। তিনি আশ্বাস দিলেও বুধবার সকাল পর্যন্ত পরিস্থিতির বদল হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here