নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার তোড়িয়া গ্রামে রবিবার রাতে সিপিএমের দুই যুব নেতা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে । সিপিএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর অরুণ দল বেরা ও জগন্নাথ আড়ি দলীয় কাজ সেরে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপর বিজেপির লোকেরা হামলা চালায় বলে সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় অভিযোগ করেন।
ওই দুই জনকে উদ্ধার করে প্রথমে কেশপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।সোমবার সকালে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কেশপুর ব্লকস্বাস্থ্য কেন্দ্র থেকে তাদের দুই জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সিপিএম দলের পক্ষ থেকে আনন্দপুর থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ মাদারিহাটে খুলছে দীর্ঘদিন বন্ধ থাকা মুজনাই চা বাগান
সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় দলীয় কর্মীদের ওপর বিজেপির হামলার তীব্র নিন্দা করেছে। ওই ঘটনার তীব্র নিন্দা করে এবং ধিক্কার জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার করার জন্য তিনি দাবি জানান। তিনি বলেন “এখনও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার আগে যেভাবে উঠে পড়ে লেগেছে, মানুষ একবার নয় পাঁচ বার ভাববে ওদের ক্ষমতায় নিয়ে আসবে কিনা।
অসভ্য বর্বর একটা দল বিজেপি। সেই দলের কর্মীরা কোনদিন সভ্য হতে পারে না, অসভ্য হয়।” তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিপিএম দলের আনা অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে ওই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। তবে সিপিএম নেতৃত্ব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ওই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই, যারা হামলা করেছে তারা সবাই বিজেপির লোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584