গান্ধীজির ছবিতে মাল্যদান করায় তান্ডব সামসেরগঞ্জে, অভিযুক্ত বিজেপি

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করায় স্কুলে তান্ডব ও প্ৰধান শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার ঘটনার প্রতিবাদে স্কুলের প্ৰধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সমিতির নেতৃবৃন্দ।

broken | newsfront.co
তান্ডব ৷ নিজস্ব চিত্র

সভায় বিজেপি কর্মীদের কার্যকলাপের তীব্র নিন্দা জানান শিক্ষক – শিক্ষিকারা ।এই বিক্ষোভে সামিল হন তৃণমূল প্রাথমিক শিক্ষক সেলের জেলা কমিটির সদস্য আবু বারকাত শাহ আলম, নিমতিতা গ্রাম পঞ্চায়েত প্ৰধান, ওই স্কুলের প্ৰধান শিক্ষক একান্ত হালদার, নিমতিতা গার্লস হাইস্কুলের প্ৰধান শিক্ষক তরুণ কুমার সিংহ, আবু ওবাইদা বিন জাররাহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুনঃ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই

জানা গিয়েছে, শনিবার স্বাধীনতা দিবসের দিনে ৫১ নম্বর হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন প্ৰধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক – শিক্ষিকারা ৷ ঠিক তারপরেই স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান পর্ব শুরু হয়। অভিযোগ, সেই সময় মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপির কয়েকজন সদস্য বিদ্যালয়ে হাঙ্গামা সৃষ্টি করে।

primary school | newsfront.co
নিজস্ব চিত্র

আতঙ্কিত হয়ে পড়েন প্ৰধান শিক্ষক। তাকে হেনস্থাও করা হয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষক -শিক্ষিকারা। তৃণমূল প্রাথমিক শিক্ষক সেলের জেলা কমিটির সদস্য আবু বারকাত শাহ আলম জানান, জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্ৰধান শিক্ষককে হেনস্থা করেছে ও স্কুলে তান্ডব চালিয়েছে। আমরা অবিলম্বে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাই, ধৃত ৩

যদিও বিজেপির যুব মোর্চার সহ সভাপতি, স্থানীয় বিজেপি নেতা প্রবীর কুমার সাহার দাবি, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এই অভিযোগ। ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয়। বিজেপিকে কালিমালিপ্ত করতে এধরণের অভিযোগ আনা হয়েছে। শিক্ষকরা হচ্ছেন সমাজের গর্ব। তাদের উপর হেনস্থা কিংবা স্কুলের উপর তান্ডব আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা।

teacher | newsfront.co
একান্ত হালদার, প্রধান শিক্ষক ৷ নিজস্ব চিত্র

তিনি ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তোলেন। বিষয়টি নিয়ে সামসেরগঞ্জের এসআই আলী আমজাদ জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি আমাদের জানা ছিলো না। আমরা খতিয়ে দেখছি।

আরও পড়ুনঃ রাস্তা ঘিরে দেওয়াকে নিয়ে বিবাদ, চলল গুলি

এদিকে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক একান্ত হালদার জানান, আমার উপর হেনস্থা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি চাই। অন্যদিকে মহাত্মা গান্ধীর উপর এই ধরণের আক্রমণের ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সামসেরগঞ্জ ব্লকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here