ক্ষোভের কাঁটায় বিদ্ধ পদ্ম, ক্ষীরপাইয়ের বিজেপি কার্যালয়ে ঝুলছে তালা

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই পুরসভা এলাকা। বিজেপির ক্ষীরপাই মণ্ডল কমিটির বর্তমান সভাপতি সুশান্ত মন্ডল বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

bjp flag | newsfront.co
প্রতীকী চিত্র

উল্লেখ করা যায় যে গত শনিবার ক্ষীরপাই পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর গৌতম ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।গৌতম ভট্টাচার্য কে বিজেপি দলে নেওয়া কে কেন্দ্র করে সেই দিন থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্ষীরপাই পুরসভা এলাকা। এরপর রবিবার সকালে বিজেপির ক্ষীরপাই মণ্ডল কমিটির কার্যালয়ে দলের একটি গোষ্ঠী পোস্টার লাগিয়ে তালা চাবি দিয়ে দেয়।

যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনকি দলীয় নেতৃত্ব দের কে ওই এলাকায় দেখতে পাওয়া যায়নি। বিজেপির ঘাটাল জেলার পর্যবেক্ষক নীলাঞ্জন অধিকারী গিয়ে সমস্যার সমাধান করতে পারেনি। তার সামনেও দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় যার ফলে বিজেপির এক কর্মী আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ চিটফান্ডের বিরুদ্ধে ফরাক্কায় সভা অধীরের

তবে সুশান্ত মন্ডল বলেন, “বিষয়টি দলীয় নেতৃত্ব কে জানিয়েছি, দলীয় নেতৃত্ব ব্যবস্থা গ্রহণ করবে। প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি বিলাস দোলাই বলেন, “এটা দলীয় বিষয়।” বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য বলেন, “ক্ষীরপাই এলাকায় একটা গন্ডগোল হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ওই ঘটনা ঘটেছে। দ্রুত সমস্যা মিটে যাবে।”

তবে কেন গৌতম ভট্টাচার্য কে দলে নেওয়া হয়েছে তা জানতে চেয়ে আদি বিজেপি কর্মীরা দলের সর্বস্তরে আবেদন করেছেন। গৌতম ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি কর্মীদের মারধর করতেন এবং তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দুর্নীতিগ্রস্ত কে কেন বিজেপি দলে নেওয়া হল তা নিয়ে আদি বিজেপি কর্মীরা দলের সর্বস্তরের নেতার কাছে জানতে চেয়েছেন।

আরও পড়ুনঃ মাথাভাঙায় বিজেপি নেতার বাড়ি-দলীয় কার্যালয় ভাঙচুর! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তারা এর সদুত্তর না পেলে পার্টি অফিসের তালা খুলতে দেবেনা। পার্টি অফিসে তালা লাগানো থাকায় বিজেপির ক্ষীরপাই মণ্ডল এলাকায় দলীয় কাজকর্ম সমস্ত বন্ধ রয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বিজেপি কে কটাক্ষ করে বলেন,”কর্মীদের হাতে মার খাওয়ার ভয়ে বিজেপি নেতারা ক্ষীরপাই বিজেপির মণ্ডল কমিটির কার্যালয়ের তালা খুলতে পারছেনা। বিজেপি নেতারা ছুটে পালাচ্ছেন। এর থেকে লজ্জার কি হতে পারে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here