নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
প্রধানমন্ত্রী দুর্গাপুর সফরের পূর্বে আজ বাঁকুড়ার ছাতনায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জি ও রাজ্য নেতা সায়ন্তন বসু। এদিন ছাতনার বারকুলি মোড়ে বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করে এক বিশাল পথসভা করে ছাতনা কামার কুলি মোড়ে চন্ডীদাসের মূর্তিতে মাল্যদান করে পথসভা শেষ করে বিজেপি। এদিন চন্ডীদাসের মূর্তির সামনে একটি স্টেট কর্নার করে বিজেপির কর্মী সমর্থকরা।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য নেতা সায়ন্তন বসু বলেন, “ছাতনা পুলিশ ও তৃণমূল নেতৃত্বের সাথে হিসাব নিকাশ বাকি রয়ে গেছে।নির্বাচন কমিশনের মিটিং এ বাঁকুড়ার বিস্তীর্ণ জায়গা ছাতনা সহ বালি মাফিয়া ও তৃণমূল একত্রিত ভাবে কি করে গুলি চালিয়েছে এবং কি ভাবে সন্ত্রাস ছড়িয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে সারা জেলাতে।পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করতে দেয়নি।লোকসভায় বিজেপিকে আটকানোর প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন এ দিনের সভাস্থল থেকে। এবারের লোকসভা নির্বাচনে সিআরপিএফ দিয়ে নির্বাচন হবে তাতে তৃণমূল নেতারা কোন গুন্ডামি করতে পারবেন না।”
দুর্গাপুরের মোদীর সভা প্রসঙ্গে বিজেপি কর্মীদের
তিনি বলেন আপনারা তৈরি থাকুন।বটিতে ধার দেয়া শুরু করে দিন কাজে লাগবে।বাসে যেন লম্বা লম্বা বাঁশ থাকে।হামলাকারীরা যেন হামলা করে ফিরে যেতে না পারে।মার খেয়ে ফোন করবেন না মার দিয়ে ফোন করবেন।এদিন মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, “কেউ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান তিনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু কখনোই ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না।” এদিন বিজেপি মহিলা মোর্চার সভা নেত্রী লকেট চ্যাটার্জি বলেন,”আমরা প্রস্তুত আছি যে কোন অবস্থায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন তিনি নিশ্চয়ই আমাদের সবার জন্য সুখবর নিয়ে আসবেন।”
আরও পড়ুনঃ খড়গপুরে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড
এদিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ প্রসঙ্গে তিনি বলেন, ‘যতদিন তৃণমূলে কেউ থাকবে তখন সে খুব ভালো ছেলে আর বিজেপিতে যোগদান করলেই সে খারাপ ছেলে হয়ে যায়।মিথ্যে কেস দেয়া হয় নবাগত বিজেপি কর্মীদের।কোন অপরাধী খুন করেও যদি তৃণমূলে যায় সে তার প্রাপ্য সাজা পাবে না।বিজেপি করলে নির্দোষ নিরীহ মানুষেরও সাজা পায়।’ এদিন প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন তার বক্তব্যের মাধ্যমে। নিজেদের কর্মীদের সুরক্ষা দেবার উপর জোর দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584