শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দল বিরোধী কাজের জন্য দলের পাওয়ারফুল দুই কর্মীকে সাময়িক ভাবে দলের সমস্ত কার্যক্রম থেকে সরিয়ে দিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।
আজ বালুরঘাটের জেলা বিজেপি দফতরে রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর উপস্থিতিতে চলা এক জরুরি বৈঠকে দলের গঙ্গারামপুরের নেতা সনাতন কর্মকার ও কুশুমন্ডির দলীয় নেতা তথা স্থানীয় উপপ্রধানের স্বামী গৌতম গোস্বামীকে দলের সব রকম কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হল বলে জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন।
জেলা সভাপতির আরও অভিযোগ “গতকাল গঙ্গারামপুরের তাদের দলের কর্মী সনাতন কর্মকার সেখানের পার্টি অফিসে তার দলবল নিয়ে চড়াও হয়। এমনকি তিনি তার দলবল নিয়ে একই কায়দায় বালুরঘাটে এসে জেলার প্রধান কার্যালয়ে চড়াও হয়েছিলেন।
আরও পড়ুনঃ করোনা কালে বেসরকারি হাসপাতালে ক্লেম বেড়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়, বঞ্চিত পরিযায়ীরা
সেসময় অফিসে তেমন কোন কাজ না থাকায় আমরা কেউ ছিলাম না। কিন্তু তিনি কাউকে কিছু না বলে এভাবে দুই অফিসে চড়াও হওয়ার ব্যাপারটি দল ভালভাবে নেয়নি। তাই রাজ্য কমিটির নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হল।” পাশাপাশি গৌতম গোস্বামীকে এর আগে দলের সভাপতি দল বিরোধী কাজের জন্য শোকজ করেছিলেন। তার দেওয়া শোকজের জবাবে দল সন্তুষ্ট না হওয়ায় তাকেও আজ দলের যাবতীয় কাজ থেকে বসিয়ে দেওয়া হল বলে তিনি জানান।
এদিকে এই ঘটনায় দুই বিজেপি নেতাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, দলের ভেতর এখন পুরোনো কর্মীদের কোনঠাসা করে রাখার চেষ্টা চলছে। যা এলাকার দলের কর্মীরা মেনে নিতে পারছেনা। তাই তারাই জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে। এরসাথে তাদের কোন যোগাযোগ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584