উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কেন্দ্রীয় বাজেট নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার নিউ সেক্রেটারি বিল্ডিং এর সামনে কংগ্রেস সহ বামেদের ষোল পার্টি জোটের সভায় এমনই বক্তব্য রাখলেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷
তিনি আরও বলেন,” কেন্দ্রীয় সরকার বাজেটের নামে একটি মিথ্যার জগত তৈরি করেছেন । এর আগে বলেছিল প্রত্যেককে ১৫ লাখ টাকা দেবে। বছরে দু কোটি চাকরি দেবে। কিছুই দেয়নি। তাই সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে এই মিথ্যার জগতটা ভাঙতে হবে। আগামী ৯ ফেব্রুয়ারি মহিলাদের সংগঠিত মিছিল হবে। আর ১১ ফেব্রুয়ারি যুবরা নবান্ন অভিযান করবে। সেদিন যুবদের ওপর পুলিশি নির্যাতন হলে সারা বাংলা স্তব্ধ করে দেব।”
পরে তিনি আর ও বলেন ,” করোনা পরিস্থিতিতে দেশের মধ্যে মাত্র একশো পরিবার তাদের সম্পত্তি ১৩ লাখ কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন কেবলমাত্র কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগিতায়। তার কারণ দেশের সম্পত্তি যেমন রেল, বিমান ব্যাঙ্ক, এলআইসি সব আদানি, আম্বানিদের মত পরিবারকে কম টাকায় দিয়েছে। কর্পোরেট লোকজনই এবার দেশের অর্থনীতির নিয়ন্ত্রক হবে।
আর রাজ্য সরকার এগুলো বুঝে ও না বোঝার ভান করছে। তাই তারা রাজ্যের বাসভাড়া বাড়াবার জন্য সায় দিচ্ছে। মনে করলে তারা ডিজেলে বাসমালিকদের ছাড় দিতেই পারে।”
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে চালু হল টাটা-খড়্গপুর লোকাল, স্বস্তি স্থানীয়দের
অন্য দিকে কংগ্রেস নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন,” প্রধানমন্ত্রী মোদী রাজ্যবাসীকে চাকরি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো লাভ দেখিয়ে প্রতারণা করেছেন। দিদির পেট্রোল থেকে বাড়তি রোজগার করে রাজ্যে দানছত্র খুলেছেন। মোদী দুই ধর্মের লোকেদের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়েছেন। বিজেপি কর্মীদের সঙ্গেও ও মোদী প্রতারণা করেছেন। তাঁরাও কিছু পাচ্ছেন না। ”
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন,” রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর বিষয়ে বাংলার তৃণমূল সরকার কার্যত দর্শক। টাস্ক ফোর্স কাজ করছে না। মুখ্যমন্ত্রী নির্বাচনে ফায়দা তোলার জন্যই গণবিবাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অথচ বাসভাড়া কমানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584