আত্রেয়ী বাঁচাতে মিলে গেল ভারত-বাংলাদেশ

0
53

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ

আত্রেয়ী বাঁচাও আন্দোলনকে মডেল করে বাংলাদেশের উত্তর অংশে গড়ে উঠবে নদী বাঁচাও আন্দোলন।’দিশারী সংকল্প’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে বালুরঘাটে আত্রেয়ী বাঁচাও আন্দোলন গড়ে তুলে আন্তর্জাতিক মঞ্চে নদী বাঁচাও আন্দোলনকে পৌঁছে দিয়েছে ,সেই একই ধাঁচে বাংলাদেশের উত্তর অংশেও নদী বাঁচাও আন্দোলন গড়ে তোলা হবে আজ এই মর্মে বাংলাদেশের জয়পুরহাটে ভারত -বাংলাদেশ পরিবেশ সচেতন সংগঠন গুলির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বালুরঘাটের দিশারী সংকল্প এবং জয়পুরহাটের পরিবেশ সচেতন সমাজের যৌথ আয়োজনে এই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পরিবেশ প্রেমী ,অধ্যাপক ,সমাজকর্মী ,আইনজীবী,শিল্পী,সাহিত্যিক,ছাত্র প্রমুখ l আত্রেয়ী ও ছোট যমুনাকে তাদের পুরোনো ছন্দে ফিরিয়ে দেওয়ার লক্ষে স্কুলের ছাত্রছাত্রী ,স্থানীয় ইউনিয়ান কাউন্সিল,প্রশাসনিক আধিকারিক সকলকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে।আত্রেয়ী পাড়ের বাসিন্দা গোলাম হাক্কানি ,সুলতানা রাজিয়ারা বলেন আমাদের বাংলাদেশের আত্রেয়ী নদীতেও একসময় অনেক জল থাকতো,প্রচুর নদিয়ালী মাছ ছিল এখন এসব কিছুই নেই।আয়োজকদের অন্যতম আমিনুল হক বাবুল,অপূর্ব সরকার ,নন্দলাল পড়শী,ফিরদৌস আরা লিপি,তপন কুমার খান ,নৃপেন্দ্র মণ্ডলরা জানান আত্রেয়ী ও ছোট যমুনা নদীকে বাঁচানোই আমাদের মূল লক্ষ,একমাত্র এই মহৎ উদ্দেশ্যেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।বাংলাদেশের উত্তর ভাগেও আত্রেয়ী ও ছোট যমুনা নদীকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে l

নিজস্ব চিত্র

এ প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষক ও পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল বাংলাদেশ থেকে জানিয়েছেন দিশারী সংকল্পের আত্রেয়ী বাঁচাও আন্দোলন যে বাংলাদেশকেও পথ দেখাচ্ছে এটাতে তিনি ভীষণ আপ্লুত।তিনি জানান আজকের বৈঠক ভীষণ ইতিবাচক হয়েছে,ভবিষ্যতে ভারত-বাংলাদেশ যৌথ নদী বাঁচাও আন্দোলনে আমরা নিশ্চিত ভাবেই দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবো।
তিনি দৃঢ়তার সাথে জানান যেকোনো মূল্যেই আত্রেয়ীকে বাঁচাবোই শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য নয় ভবিষ্যত প্রজন্মের জন্যেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here