রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার পৌরকর্মী সম্মেলন শনিবার অনুষ্ঠিত হলো লালবাগ সেমিনার হল সংলগ্ন মাঠে। মুর্শিদাবাদে সাতটি পুরসভা, আর এই পুরসভা ভোটকে লক্ষ্য রেখে পুরসভার বুথ কমিটিদের নিয়ে আলোচনা সভা করলেন। মুখ্য অতিথি রূপে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও জেলা পদাধিকারীগন ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করলেন। বেশিদিন সরকারে থাকলে সব খেয়ে নেবে এমনটি তিনি বলেন। গত লোকসভা ভোটে জেলা থেকে বিজেপি ভালো সাফল্য পেয়েছে।
মুর্শিদাবাদের সংখ্যালঘু মা বোনেদের নিয়ে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। সিএএ নিয়ে টিএমসির সঙ্গে বিরোধী দলগুলি দাঙ্গা বাধানোর চেষ্টা চালাচ্ছে। তিনি এও বলেন যারা পোস্টার লাগিয়ে প্রচার চালাচ্ছে তারাও জানে কি চলছে। টিএমসি সরকারের লোকেরা দিনের পর দিন লুটপাট চালাচ্ছে। লোন নিতে গেলে টিএমসি অফিসে লাইন দিতে হচ্ছে এবং পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার, ভিড় এড়িয়ে চলার পরামর্শ
এমনকি সরকারী পক্ষের নেতাদেরও কেস দেওয়া হচ্ছে যাতে দলছুট না হতে পারে। এর আগে পঞ্চায়েত ভোটে এই পুলিশ কে কাজে লাগিয়ে বহু কর্মীকে নমিনেশন পর্যন্ত করতে দেওয়া হয়নি। দীলিপবাবু পরিষ্কার বলেন এবার পঞ্চায়েতের মত করতে গেলে এলআইসি করিয়ে লুট করতে আসবেন কাউকে দিলীপ ঘোষ ছেড়ে কথা বলবে না।
টিএমসি শ্যাওলার মতো ছোট পার্টি একবার এদিক একবার ওদিক যাচ্ছে। দিনের পর দিন ওনার দলের এমএলএ এমপিরা দল ছেড়ে পালাচ্ছেন। তিনি বলেন যে পুলিশ বিনা দোষে কেস দিচ্ছে তাদের চিনে রাখুন। কেস দেওয়া নেতা ও পুলিশদের মনে রাখুন, সব ফিরিয়ে দেব ২০২১ র ভোটের পর।
মোদি আসলে কেউ ছাড় পাবে না। সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে বিজেপি করলে খুন করে দেওয়া হবে। গুজরাটে গিয়ে দেখুন সংখ্যালঘু মানুষেরা কিরকম স্বচ্ছলতার সাথে বাস করে। তিনি এও বলেন একুশের বিধানসভায় টিএমসি সাফ হয়ে যাবে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে, বন্ধ খড়গপুর রেলের ওয়ার্কসপের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স
কোন আইপিএস আইএএস অফিসারদের সম্মান নাই এই রাজ্যে। দিদিমনির একদিকে আইপিএস অন্যদিকে আইএস বসে আছে। মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু অধিকারী এসে উৎপাত করছে। পশ্চিমবঙ্গ সরকার মা-বোনদের ইজ্জত এর দাম ৪০০০০-৫০০০০ এক লাখ টাকা পর্যন্ত দাম দিচ্ছেন। পৌরসভার থেকেই পরিবর্তন আনতে হবে।
দিদিমণির কথায় লন্ডন এখন আফগানিস্তান হয়ে গেছে। পুলিশ যদি ভয় দেখায় মারপিট করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দিল্লিতে মোদি সরকার পশ্চিমবঙ্গও তো মোদি সরকার চাই। ১ কোটি মেম্বারশিপ করার কথা ঘোষণা হলেও ৯৮ লক্ষ পার হয়ে গেছে। অনুষ্ঠানের শেষ লগ্নে অন্যান্য দল থেকে বহু কর্মী বৃন্দ আজ এই মঞ্চে বিজেপিতে যোগদান করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584