ভাবমূর্তি ঠিক রাখতে কাটমানি ফেরালেন বিজেপি ব্লক সভাপতি

0
25

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দলীয় নেতৃত্বের চাপে পড়ে কাটমানির টাকা ফেরত দিয়ে নিজের দলের কাছে ভাবমূর্তি ফেরালেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বিজেপি সভাপতি শুভাশিস মহাপাত্র।

bjp president giving katmani back | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য গত ৩০শে জুলাই নারায়ণগড় ব্লকের বিজেপি সভাপতি শুভাশিস মহাপাত্রের বিরুদ্ধে কাটমানির অভিযোগে পোস্টার পড়েছিল।

এই ঘটনার পর দলের মধ্যে নিন্দার ঝড় উঠেছিল,শুধু তাই নয় সেই ব্যাপারে নগর ব্লক তৃণমূল সভাপতি অভিযোগ ছিল বিজেপি এর আগে বহুবার চাপ দিয়ে টাকা আদায় করেছে,তিনি আরও বলেছিলেন এটা প্রশাসন তদন্ত করে দেখুক,যদিও সেই ব্যাপারে বিজেপির ব্লক সভাপতি বক্তব্য ছিল তার কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জমা রয়েছে,

bjp president giving katmani back | newsfront.co
ফেরত দেওয়া হচ্ছে কাটমানি।নিজস্ব চিত্র

তিনি পাল্টা অভিযোগ করেছেন তাঁর নিজের এলাকায় ভাবমূর্তি নষ্ট করার জন্যই বিরোধীদের চক্রান্ত,সেই ঘটনার বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার,এলাকাবাসীদের ডেকে তাঁদের প্রাপ্য টাকার মধ্যে পাঁচ হাজার টাকা করে ফেরত দেওয়া হল,

এই ঘটনার পর এলাকার বিজেপি নেতা তপন লোধার বক্তব্য এই পাঁচ হাজার টাকা শুধু দেওয়া হচ্ছে যাঁদের বাড়িগুলির ভগ্নপ্রায় হয়ে গিয়েছে,কাদের বা ছাদ ফেটে গেছে কাদের মেঝেতে ফাটল ধরেছে সেগুলি সারাইয়ের জন্য এই টাকাটা দেওয়া হয়েছে।এছাড়াও যে সমস্ত বাড়িগুলি এখনও সম্পূর্ণ হয়নি তার জন্য কোনও টাকাই এই মুহূর্তে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

অ্যাকাউন্টে ঢুকলে তবেই তা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া যাবে,যদিও এই ব্যাপারে এলাকার বিজেপি ব্লক সভাপতি শুভাশিস মহাপাত্রের দাবি, “বেশ কয়েকদিন আগে এলাকায় আমার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়েছিল কিন্তু সেই সমস্ত ব্যাপার আমরা থানায় মিটিয়ে নিই।”

প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য যে ছিল উনি এলাকায় যে সমস্ত আবার সূচনার বাড়িগুলি হয় সেগুলি অসম্পূর্ণ করে একটা কাটমানির টাকার খাওয়ার অভিযোগ তোলে বর্তমান বিজেপি ব্লক সভাপতি শুভাশিস মহাপাত্র,তখন থানায় বসে প্রশাসনের সামনে ঠিক হয় যে পাঁচ হাজার টাকা করে বাড়তি টাকা গুনতে হবে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে,সেই মতো উনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার কাছে রেখেছিলেন,আজ সেই টাকা সেই সব গ্রামবাসীদের ফিরিয়ে দেওয়া হল,যদিও পোস্টার পড়ার অভিযোগ উড়িয়ে দিলেন বিজেপি ব্লক সভাপতি শুভাশিষ মহাপাত্র।

তবে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধল জানান এলাকায় যে কোন দৃষ্টি আবাস যোজনার বাড়ির প্রকল্প এসেছিল তাঁর কাজ মোটামুটি শেষের পর্যায়ে,আবহাওয়া বদলানোর পরেই তাঁকে চাপ দেওয়া হয় পাঁচ হাজার টাকা তাঁকে এক্সট্রা গুনতে হবে অর্থাৎ শেষ কিস্তিতে যে আরো হাজার টাকা ঢোকার কথা আবাস যোজনার তহবিলে সেই টাকা ছাড়াও বাড়তি পাঁচ হাজার টাকা দেওয়ার চাপ দেওয়া হয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here