সুদীপ পাল, বর্ধমানঃ
নতুন নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি দুর্গাপুরের বাড়ি বাড়ি প্রচার শুরু করল। দলীয় নেতাকর্মীদের এই আইন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সাতটি সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বিজেপি বৈঠক করে। নতুন নাগরিকত্ব আইন বিষয়ে প্রচারপত্র তুলে দেওয়া হয় বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে, কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে মানুষের বাড়ি যাবেন। নতুন আইন নিয়ে মানুষের মনে কোনো বিভ্রান্তি যাতে না থাকে তা স্পষ্ট করবেন।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নতুন নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দল রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছেন। তাই সেই ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। যদিও দুর্গাপুরের তৃণমূল নেতারা বলছেন, আসল সত্যি কি মানুষ জেনে গেছে। বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও বিজেপির উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584