প্রশাসক নয় ভোট চাই দাবিতে মেদিনীপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

0
84

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

প্রশাসক নয় ভোট চাই দাবিতে বিজেপি দলের পক্ষ থেকে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি সমিত কুমার দাস,বিজেপি নেতা শুভজিৎ রায়, অরূপ দাস ,আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস ও অভীক চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

BJP rally | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ করা যায় যে ২০১৮ সালের ১৩ ই ডিসেম্বর মেদিনীপুর পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন না করে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। প্রশাসক হিসেবে মেদিনীপুর সদর মহকুমার মহকুমাশাসক কাজ চালালেও নতুন প্রশাসক হিসেবে খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় কে নিয়োগ করেছে রাজ্যের নগর উন্নয়ন দফতর।

Protest rally | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

বিজেপির অভিযোগ নির্বাচন না হওয়ায় পুরসভার উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হচ্ছে। মেদিনীপুর পুরসভার পৌর নাগরিকরা পৌর পরিষেবা থেকে বঞ্চিত। তাই প্রশাসক নয় পুরসভা নির্বাচনের দাবিতে বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর পুরসভা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ কোন পথে শুভেন্দু! জোর জল্পনা রাজনৈতিক শিবিরে

বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস বলেন, “পুরসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়, তাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মেদিনীপুর পুরসভা নির্বাচন করতে চাইছে না। তাই একের পর এক প্রশাসক নিয়োগ করছে। আমরা চাই ভোট হলে মানুষ যাকে নির্বাচন করবে তারাই পুরসভা চালাবে।প্রশাসক থাকার ফলে মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা ভর্তি। পৌর প্রশাসক কোনো কাজ করেনি। মেদিনীপুর শহরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তাই দ্রুত নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি।”

আরও পড়ুনঃ নবদম্পতিকে ‘টার্গেট বাংলা’ উপহার দিয়ে অভিনব নির্বাচনী প্রচার বিজেপি- র

তবে পৌর প্রশাসক বিধায়ক দিনেন রায় বলেন, “পুরসভার উন্নয়নে কোন ত্রুটি রাখা হয়নি। পুরসভার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।” তিনি বলেন,”আমি নতুন দায়িত্ব পেয়েছি। মেদিনীপুর পুরসভার সমস্ত নাগরিক কে যথাযোগ্য পৌর পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন, তৃণমূল কংগ্রেস নির্বাচনকে ভয় পায় না। করোনা পরিস্থিতির জন্য নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে তাই রাজ্য সরকার ভালো মনে করেছে বলে প্রশাসক নিয়োগ করেছে। তাই তৃণমূল কংগ্রেস নির্বাচন চায় না বলে বিজেপি যে অপপ্রচার করছে তা সঠিক নয় বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here