বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বিক্ষোভে বিজেপি

0
26

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রতিবাদে সরব হল বিজেপির ইসলামপুর টাউন মন্ডল। বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা।

bjp protest | newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের সভাপতি সন্দীপ ভট্টাচার্য জানান, ‘দীর্ঘ কয়েক দশক ধরে সুষ্ঠুভাবে জল নিকাশি ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই একটু বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় শহরের বিভিন্ন জায়গায়। নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে রীতিমত ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসলামপুর পুর প্রশাসন।

আরও পড়ুনঃ সাধারণ মানুষের স্বার্থ পূরণের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন

তাই শুধু সংগঠনের হয়ে নয়, সাধারণ মানুষের হয়ে রাস্তায় নেমে এই প্রতিবাদে সামিল হয়েছি।’ এদিন বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। তারা জানান, ‘ইসলামপুর এলাকায় বসবাস করেও পুরকর দিয়েও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছ।

একটু বৃষ্টিতেই যেভাবে জল জমে যায় তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন আবর্জনায় কোথাও বন্ধ হয়েছে নিকাশি আবার কোথাও নেই আউটলেটের ব্যবস্থা। জমা জল থেকে সেখানে মশা এবং দূষণ ছড়াচ্ছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here