নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এক রাতের বৃষ্টিতেই রাস্তায় হাঁটু ভর্তি জল। আর তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। কিন্তু রাস্তা সারাইয়ের কোনো হেলদোল নেই প্রশাসনের। তাই এবার রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতীকী প্রতিবাদ জানাল বিজেপি৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের আমলাশুলিতে।
বৃহস্পতিবার আমলাশুলি অঞ্চল বিজেপির পক্ষ থেকে প্রতীকী অবস্থান করে বিক্ষোভ দেখিয়ে ধানের চারা পোঁতা হয় হুমগড় আমলাশুলি রাজ্য সড়কের উপর।
এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন আমলাশুলির বিজেপি নেতা উজ্জ্বল হাটুল, চন্দন মহন্ত সহ এলাকার অন্য নেতারা।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে চলবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ দিন ধরে হুমগড় আমলাশুলি রাজ্য সড়কটি বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয় বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী থেকে স্থানীয় মানুষ জন সকলেই বিক্ষোভ দেখান। কিন্তু প্রশাসনিক ভাবে আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584