নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভাগাড়কে অবিলম্বে স্থানান্তরিত করে স্থানটি পরিষ্কার করার দাবি নিয়ে রবিবার বিজেপি টাউন উত্তর দলীয় কর্মীরা সরব হন। ভাগাড়ের কারণে যে দুর্গন্ধ, তার জন্য এলাকাবাসী ও যাতায়াতকারীরা দূর্ভোগের শিকার হন। মূলত এলাকায় বসবাসকারীদের দুর্বিষহ পরিস্থিতি।
গার্ডওয়াল ভেঙে রাস্তার অর্ধেক অংশে নোংরা চলে এসেছে। নোংরা জমে স্তুপাকৃতি হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিবাদে আজ বিজেপি টাউন উত্তর দলীয় সভাপতি বিশ্বরূপ ঘোষের নেতৃত্বে সমস্ত কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিলে সামিল হন।
আরও পড়ুনঃ তৃণমূলকে তুলোধোনা রাহুলের
তাদের বক্তব্য, অবিলম্বে প্রশাসন এই বিষয়ে নজর না দিলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। গত ২০ জুন থেকে তারা অনবরত সেখানে বিক্ষোভ করছেন। কিন্তু এ বিষয়ে প্রশাসন কোন হেলদোল দেখাচ্ছেন না।
এইভাবে চলতে থাকলে আগামী দিনে পুরসভা ঘেরাও করবেন, সেই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে তারা জানান।
দীর্ঘদিনের যাতায়াতকারীরা জানাচ্ছেন, এত দুর্গন্ধের মধ্যে দিয়ে যাওয়াটা সত্যি অত্যন্ত দুষ্কর বিষয়। সেই সঙ্গে নোংরা রাস্তায় চলে আসছে। যে কারণে রাস্তায় চলাচল অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বলে জানান স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584