শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের আরও এক আত্মহত্যা।হরিদেবপুরেরই বিদ্যাসাগর পল্লীতে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন আরেক ব্যক্তি কাজল দাস (৪০)। প্রসঙ্গত, কালীপুজোর সময় তুবড়ি বিস্ফোরণ ঘটে তুবড়ির খোল গলায় গেঁথে মৃত্যু হয়েছিল তাঁর বছর দশেকের ছেলে আদি দাসের।
প্রতিবেশীরা জানাচ্ছেন, একাধিক কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কাজল বাবু। জানা গিয়েছে, গত বছর কালীপুজোর সময় তুবড়ি বিস্ফোরণ ঘটে তুবড়ির খোল গলায় গেঁথে মৃত্যু হয়েছিল তাঁর বছর দশেকের ছেলে আদি দাসের। সেই ঘটনাও সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীও। একমাত্র ছেলের মৃত্যুতে তখন থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান কাজল দাস।
আরও পড়ুনঃ করোনিল বিতর্কে রামদেব-বালকৃষ্ণদের বিরুদ্ধে রাজস্থানে প্রতারণার অভিযোগ
এরপর দীর্ঘ লকডাউনে বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজটিও হারিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর পর থেকে স্ত্রীর সঙ্গেও বনিবনা হচ্ছিল না। অভিযোগ, এর মধ্যে স্ত্রীর পরকীয়ার ঘটনা সামনে আসতে আরও বেশি মানসিক অবসাদে চলে যান তিনি। বেশ কিছু এই নিয়ে দাম্পত্য কলহও হয়। এরপরই রবিবার সকালে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584