নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফালাকাটায় বনধের সমর্থনে মিছিল করল বিজেপি কর্মীরা। হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধ ডাকে বিজেপি। বুধবার ফালাকাটার জটেশ্বরে বনধের সমর্থনে মিছিল বের করে বিজেপি।
উল্লেখ্য, সোমবার সকালে হেমতাবাদের বালিয়ামোড় এলাকা থেকে এক কিলোমিটার দূরে এক বন্ধ দোকানের সামনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপি বিধায়ককে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার ও রাজ্য বিজেপি। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছিল বিজেপি।
আরও পড়ুনঃ বনধ সমর্থনকারীদের মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
বনধের সমর্থনে দলীয় পতাকা হাতে বিজেপির কর্মী সমর্থকরা এদিন জটেশ্বর মোড়ে মিছিল বের করে। এদিন সবজি ও ফল বাজার খোলা থাকলেও বন্ধ ছিল অন্যান্য দোকান গুলি। পরে এদিন জটেশ্বরে ফাঁড়ির পুলিশ আলিপুরদুয়ার ১৩ নং মন্ডলের সভাপতি অঘরনাথ রায় সহ ১১ জন বিজেপির কর্মী সমর্থকদের আটক করে।
আরও পড়ুনঃ বিজেপির ডাকা বনধে চাপা উত্তেজনা রায়গঞ্জে
এদিন আলিপুরদুয়ার ১৩ নং মন্ডলের মন্ডল সভাপতি অঘরনাথ রায় জানান, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে পরিকল্পিত ভাবে হত্যা করেছে দুষ্কৃতীরা। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ তুলেন তিনি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে বনধ ডাকা হয়েছে। বনধের সমর্থনে রাস্তায় নেমেছে জেলা বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584