নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
জ্বালানির ওপর ভ্যাট কমানোর দাবিতে আজ সোমবার পথে নামে বিজেপি। কথা ছিল মুরলীধর সেন লেনের রাজ্য দফতর থেকে মিছিল বের হয়ে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করার। তবে কলকাতা পুলিশের কড়া নজর পেরিয়ে তা করা সম্ভব হয়নি। এদিন মিছিলের শুরুতেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের সাথে বচসায় জড়ায় শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এরপর রীতেশ তিওয়ারি সহ একাধিক বিজেপি কর্মী- সমর্থককে প্রিজন ভ্যানে তোলে পুলিশ বলে খবর।
এদিন রীতেশ তিওয়ারি জানান, “বাংলার মানুষের স্বার্থে আমরা পথে নেমেছি তাই গ্রেফতার হতে হচ্ছে। ত্রিপুরায় গিয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছেন, প্রতিদিন এক লাখ লোক বুর্জখলিফা দেখল, তখন অতিমারির প্রকোপ ছিল না।আর বাংলার মানুষের স্বার্থে কথা বললে গ্রেফতার হতে হচ্ছে আমাদের।” উক্ত ঘটনায় সরব হয়ে ওঠে বিজেপি।
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্র সরকার শুল্ক কমিয়েছে। তাহলে রাজ্য সরকার ভ্যাট কমাচ্ছে না কেন? আমাদের দাবি ভাতা নয়, চাকরি চাই।” অপরদিকে বিজেপির ভয়ে মিছিল আটকানো হয়েছে, আর এটাই আমাদের জয়, বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি পেট্রল পাম্পে প্রতিবাদ কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের।
শেষ পর্যন্ত বেলা ৩টের পর জানানো হয়, আপাতত এখানেই প্রতিবাদ কর্মসূচি শেষ করা হল। তবে পরবর্তীতে এই আন্দোলন বৃহত্তর আকার নেবে সেকথাও জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বগণ। প্রয়োজনে নবান্ন অভিযানও করতে পারে তারা।
আরও পড়ুনঃ লখিমপুর খেরিতে ঘটা কৃষক আন্দোলন কেন্দ্রিক সহিংসতার তদন্তে সঠিক তথ্য চাইল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, দীপাবলির আগে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা-সহ সব বিজেপি শাসিত রাজ্য। এরপর বাংলার মুখ্যমন্ত্রীও জ্বালানির ওপর ভ্যাট কমাক বলে দাবি তোলে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584