ফাঁসিদেওয়ায় লাঙ্গল নিয়ে কৃষি আইনের সমর্থনে মিছিল বিজেপির

0
61

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় লাঙ্গল নিয়ে কৃষি আইনের সমর্থনে মিছিল করল বিজেপি সাংগঠনিক জেলার নেতা কর্মীরা। মিছিলটি শুরু হয় ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড় থেকে। এরপর মিছিল ফাঁসিদেওয়া বাজার হয়ে বিডিও অফিসের সামনে পরিক্রমা করে শেষ হয় ফাঁসিদেওয়া বাজারে।

bjp | newsfront.co
মিছিল। নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্রীরূপা মিত্র, শিলিগুড়ি সাংগঠনিক জেলার পর্যবেক্ষক দিপ্তিমান সেনগুপ্ত, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কৃষান মোর্চার সভাপতি দিনদয়াল সিংহ,বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ-সহ বিজেপির নেতা কর্মীরা।

road rally | newsfront.co
নিজস্ব চিত্র

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্রীরূপা মিত্র বলেন যে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সমর্থনে আমরা এদিন মিছিল করলাম। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এই কৃষি আইনের ফলে কৃষকরা তাদের পণ্য নিজের ইচ্ছে মতো তারা যেখানে চাইবেন সেখানেই বিক্রি করতে পারবেন।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদে বহরমপুর মহিলা কংগ্রেসের বিক্ষোভ

কেন্দ্র সরকার চাইছে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক একাউনটেন্টে টাকা পাঠাতে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন সেই টাকা সরাসরি রাজ্য সরকারকে দেওয়া হোক।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষুদ্র ঋণ পরিশোধের হার ৯৯ শতাংশর বেশি

কারণ এখানেও কাটমানি নেওয়ার চেষ্টা করছে। তাই মুখ্যমন্ত্রী এই কৃষি আইনের বিরোধীতা করছেন। কৃষকদের ভুল বুঝানো হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here