রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

0
42

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানিয়ে দেয়, যে রাজ্যের চার বিধানসভা কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে ভোট হবে ৩০ অক্টোবর। এই চার কেন্দ্রের উপনির্বাচনে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল ও বাম শিবির।

BJP

এবার এই চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের বিপরীতে পলাশ রানাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কোচবিহারের দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র বিপরীতে লড়বেন বিজেপির অশোক মণ্ডল, দাস। শান্তিপুরে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর বিপরীতে প্রার্থী হিসাবে নিরঞ্জন বিশ্বাসের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে জয় সাহা-কে প্রার্থী করেছে বিজেপি।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। ১১ অক্টোবর মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৬ অক্টোবর। এর আগেই কমিশন জানায়, ৩০ অক্টোবর ওই চার কেন্দ্রে ভোট হবে। ভোটের ফল প্রকাশ হবে ২ নভেম্বর।

পশ্চিমবঙ্গের যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই কেন্দ্রগুলির মধ্যে খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ভোটের ফলপ্রকাশের আগের দিনই প্রয়াত হন। ফলে ওই কেন্দ্রে ৬ মাসের মেয়াদ শেষ হবে ১ নভেম্বর।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে অবরুদ্ধ সড়ক মুক্ত করার মামলায় ৪৩ টি সংগঠনকে নোটিস সুপ্রিম কোর্টের

অন্যদিকে, ভোটে জয়ী হওয়া স্বত্ত্বেও ১২ মে বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁদের বিধানসভা কেন্দ্র শান্তিপুর ও দিনহাটার মেয়াদ শেষ হবে ১১ নভেম্বর। গোসাবা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের জয়ন্ত নস্কর। কিন্তু গত ১৯ জুন মৃত্যু হয় এই তৃণমূল বিধায়কের। তাই আপাতত ওই কেন্দ্রে বিধায়ক পদশূণ্য। গোসাবার মেয়াদ শেষ হবৈ ১৮ ডিসেম্বর। সেই কারণেই উপনির্বাচন হচ্ছে রাজ্যের এই চার কেন্দ্রে।

আরও পড়ুনঃ জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশে গান গাইলেন মমতা, প্রকাশ হল গানের অ্যালবামও

৩০ অক্টোবর শুধু পশ্চিমবঙ্গের এই চার বিধানসভা কেন্দ্রেই নয়, এদিন ভোট হবে তেলেঙ্গানা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, রাজস্থান, মহারাষ্ট্র, অসম, হরিয়ানা, মধ্য প্রদেশ, কর্নাটক-সহ বেশ কয়েকটি রাজ্যের একাধিক কেন্দ্রে উপনির্বাচন হবে। বৃহস্পতিবার এই বিধানসভা কেন্দ্রগুলিরও প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here