আট জেলা সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনছে বিজেপি

0
140

শ্যামল রায়,বর্ধমানঃ

রাজ্যে বিজেপি’র শক্তি বৃদ্ধি ও শক্তিকে সংহত করতে আসানসোলে দুদিনের দলীয় সাংগঠনিক কর্ম সমিতির বৈঠক করছে।
এই বৈঠকে হাজির কৈলাশ বিজয় বর্গী সুরেশ পূজারী  রাহুল সিনহা দিলীপ ঘোষ মুকুল রায় সায়ন্তন বসু সহ অনেকে।
এই সাংগঠনিক বৈঠক চলবে আগামীকাল পর্যন্ত।
সোমবার দুপুর থেকে সাংগঠনিক কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয় এখানে বিগত পঞ্চায়েত নির্বাচনে পর্যালোচনা মিটিং সংগঠনকে কিভাবে আগামী দিন আরো শক্তিশালী করা যায় এছাড়াও আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা ঠিক করতে এই বৈঠক।সংগঠনের কাজে গতি আনতে জেলার আট জেলা সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে বলে জানা গেছে।নেতারা জানিয়েছেন যে বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস না হলে তারা আরও কুড়ি হাজার আসন বেশি পেতেন বলে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব চিত্র

বিজেপির নেতারা আরও কটাক্ষ করে জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ৪২ টি আসন ধরে রাখতে পারেন তাহলে তাকে দিল্লির প্রধানমন্ত্রী করে দেওয়া হবে।উল্লেখ করা হয়েছে যে প্রতিদিন বিরোধীরা বিজেপিতে দলে দলে দলে যোগদান করছেন এটাই প্রমাণিত হয় যে বাংলায় বিজেপির যথেষ্ট শক্তিশালী হয়ে দাঁড়াচ্ছে দলটি তাই তৃণমূলের নেতাকর্মীরা ভয় পেয়ে প্রতিনিয়ত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বিজেপি কর্মীদের উপর হামলা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই রাজ্যে সম্ভব প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা তৃণমূলের পক্ষে মত না দিলেই যে কোন সময় বদলি হয়ে যাচ্ছেন। এটা একমাত্র সম্ভব এই রাজ্যে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন ইতিমধ্যেই বাংলায় তৃণমূলের অনেক নেতা মন্ত্রী তাদের দলের সাথে যোগাযোগ রেখে চলছেন ঠিক সময়ে প্রমাণিত হবে যে তৃণমূল- কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।
কেন্দ্রীয় সরকারের নানা বিধ সরকারি প্রকল্পের কাজ এই রাজ্যে হচ্ছে অথচ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নাম পাল্টে নিজের নামে প্রচার শুরু করে দিয়েছে যা কিনা প্রশাসনিক আধিকারিকরা ও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্ষেত্রে এমনটাই দাবি বিজেপি নেতাদের।
দুদিন ধরে বিজেপির সাংগঠনিক কার্যকারী বৈঠকে রাজ্যের সমস্ত স্তরের নেতারা নেত্রীরা উপস্থিত রয়েছেন।
এ প্রসঙ্গে রাজ্যের সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন যে এটি একটি সাংগঠনিক কার্যকারী বৈঠক এই বৈঠকে আগামী লোকসভা নির্বাচন থেকে শুরু করে দলের সংগঠনের নানাবিধ বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী দিনে কিভাবে
বাংলার বুকে ভারতীয় জনতা পার্টির ক্ষমতাসীন হবে তারই নানাবিধ গাইডলাইন তৈরি করা হচ্ছে এই সাংগঠনিক কার্যকরী কমিটির বৈঠকে। বিগত পঞ্চায়েত নির্বাচনের দলের খামতি থেকে শুরু করে আগামী লোকসভা নির্বাচনের নানাবিধ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী কাল হবে।
জেলার সভাপতি থেকে শুরু করে যুব মোর্চা মহিলা নেত্রী দের  সাথে আলোচনা করে ঠিক করা হচ্ছে দলের আগামী দিনের গাইডলাইন কি হবে।
জানা গিয়েছে এই কর্মসমিতির বৈঠকে দলের একটি গাইড লাইন ও নির্দেশ দেওয়া হয়েছে নেতানেত্রীদের মেনে চলার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here