ভোট পরবর্তী হিংসা,চিঠি প্রধানমন্ত্রীকে

0
58

সুদীপ পাল,বর্ধমানঃ

ভোট পর্ব মিটলেও ভোট-পরবর্তী হিংসার রেশ কিছুতেই কাটছে না। নির্বাচন পরবর্তীতে দেখা যাচ্ছে বিরোধীদের ওপর অত্যাচার ক্রমশ বাড়ছে। গ্রামছাড়া হচ্ছেন বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীরা। পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর কাছে বিষয়টি নিয়ে লিখিত আবেদন জানালেন।

Violence after election  letter to PM
ছবিঃ প্রতিবেদক

বর্ধমান জেলাশাসকের কাছে এব্যাপারে স্মারকলিপি দিতে আসেন বিজেপির বর্ধমান জেলার দুই সাংগঠনিক সভাপতি সন্দীপ নন্দী এবং কৃষ্ণ ঘোষ সহ বিজেপি নেতা কর্মীরা।কৃষ্ণবাবু বলেন, নির্বাচনের আগের দিন থেকেই কাটোয়ার রাজোয়া গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী পিণ্টু প্রধানকে মারধর করা হয়। তাঁকে পরিবার সহ বাড়ি ছাড়া করা হয়েছে।নির্বাচনের পরবর্তীতে দেখা যাচ্ছে নাদনঘাট,কালনাতেও চলছে ব্যাপক সন্ত্রাস। সন্দীপবাবুর অভিযোগ, বহু ক্ষেত্রেই বিনা কারণে বিজেপি নেতা কর্মীদের বিড়ম্বনায় ফেলা হচ্ছে মিথ্যে কেশ দিয়ে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের মাধ্যমে এই আবেদনপত্র পাঠানো হয়েছে। তিনি বলেন,একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। সেটি তিনি পাঠিয়ে দেবেন।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা সামাল দিতে হিমশিম অবস্থা বীরভূম পুলিশের

বিজেপির আনা এই অভিযোগ মেনে নেননি তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত।তিনি বলেন, দাঙ্গা বাধানোর জন্য বিজেপি বহু জায়গাতে চেষ্টা করছে। শুধু তাই নয় জামালপুরে সহ বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here