নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল বিকেল চারটের সময় ৬ নম্বর চক্ ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কুসমি বুথে ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী “গৃহ সম্পর্ক অভিযান”র কর্মসূচি চলছিল।ওই সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা চালায় বলে অভিযোগ। যার নেতৃত্বে ছিলেন কুসমি সংসদ এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ কর সহ বাইরের কিছু দুষ্কৃতী বাহিনী।
বিজেপির অভিযোগ, তাদের কার্যকর্তাদের বলা হয় এই “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি বন্ধ করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা দের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করতে গেলে বিজেপির কুসমি বুথের সভাপতি অর্ধেন্দু দাস মহাপাত্র সহ ৫ জন কর্মকর্তাকে লাঠি, রড এবং ধারালো অস্ত্র দিয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আক্রমণ করে।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার তিন
তারমধ্যে পবন জানা, অজয় জানা নামের দুজনের মাথায় জোরালো আঘাত লাগে এবং ওদের অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউ তে অ্যাডমিট করা হয়। বাকি ৪ জন অর্থাৎ রঞ্জিত দাস, রাজবিহারী মহাপাত্র, গুণধর জানা এবং অর্ধেন্দু দাস মহাপাত্র দাঁতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ ব্যবহার করা যাবে না চিনা সরঞ্জাম, বিএসএনএল-কে নির্দেশ কেন্দ্রের
এদের মধ্যে আজকে কলকাতার বেসরকারি হাসপাতালে পবন জানা মারা যায়। এই নিয়ে আজ পুরো জেলা জুড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করে জেলা বিজেপি। আজকের সাংবাদিক সম্মেলনে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলে জেলা বিজেপি -এর সভাপতি সমিত দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584