নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতির সময় উত্তর দিনাজপুর জেলা বিজেপি একের পর এক অভিনব বিক্ষোভ করে চলেছে। কখনও সামাজিক দূরত্ব নিয়ে সচেতন করতে রাস্তায় যমরাজ নামাচ্ছে, আবার কখনও বা জেলা নেতৃত্ব নিজেই ‘করোনাকে পাস বালিশ’ বানিয়ে রাস্তায় শুয়ে পড়ছেন। বুধবার একইভাবে কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে হালের গরু, লাঙল ও কৃষি যন্ত্রাংশ নিয়ে রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
শতাধিক কৃষকদের সাথে নিয়ে বুধবার রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তার অভিযোগ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সাথে সংঘাত করে রাজ্যের কৃষকদের বঞ্চিত করছেন।
আরও পড়ুনঃ মালদহ জেলায় সাত জন করোনা আক্রান্তের হদিশ
দেশের সব রাজ্যের কৃষকরা কেন্দ্র সরকারের কিষাণ সম্মান ভাতা পেলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের তালিকা কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছেননা। ফলে চরমভাবে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের দুঃস্থ কৃষকরা। এরই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপি কৃষকদের সাথে নিয়ে বুধবার রায়গঞ্জ বিডিও অফিসে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করছে। জেলা বিজেপির দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে কিষাণ সম্মান ভাতা প্রাপক কৃষকদের নামের তালিকা পাঠাতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584